জানি আমিও দুঃখ পাব আমিও হেরে যাব,
সহস্র যুক্তির কাছে নিজেকে পরাজিত করে।
ব্যান্ডেজে জড়ানো ভালবাসা নিয়ে চলে যাব,
স্মৃতিদের ভিড় ঠেলে বহু আলোকবর্ষ দুরে।
হয়তো তুমিও কাদবে তুমিও নীল হবে,
বহুদিন ধরে সঞ্চয়ী বিষাক্ত বিষে।
একদিন বৃষ্টি নামবে ভিজে যাবে যা রেখেছিলে,
পরম যত্নে কোমল উষ্ণতা মাখা হৃদয়ের শীষে।
সেদিন আমিও ভুলে যাব আমিও স্বপ্ন দেখব,
নিউরনের ক্যানভাসে সাদাকালো সমাধী।
ছোপ ছোপ রক্তের দাগে আমিও একে দেব
বিষন্ন দেয়ালে তোমার মৃত সপ্নের গ্রাফিতি।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৪