তোমার প্রনয় উন্মুখ ঠোঁটযুগল হয়ে উঠতে পারে
পৃথিবীর কোন শ্রেষ্ঠ কবিতা—
অযত্নে পড়ে থাকা শিথিল স্তনের ভাঁজে
আশ্রয় নিতে পারে কোন ক্লান্ত প্রেমিক!
যদি বলো বিপ্লব চাই
বিপ্লব এনে দেবো,
যদি বলো প্রেম চাই
প্রেম এনে দেবো
শুধু তুমি বেড়িয়ে এসো ঐ গেঁড়ুয়া শাড়ির ধূসর কফিন ছেড়ে
যেমন করে বেড়িয়ে এসেছিল ওরা— ছাপ্পান্ন হাজার বর্গমাইল
যেনো এক টুকরো উর্বর জমিন
নয়-নয়টি মাস যেনো এক মুহুর্তের উজ্জ্বল চুম্বন...
যদি আমি-তুমি আমাদের মাঝে অন্য কোন সত্য থেকে থাকে
যদি ভালোবাসাহীন একটি চুমোও নিষ্কলুষ বৈধতা দাবী করে
তবে ঘুমহীন ছয়টি বছরের প্রতিটি ধর্ষণ থেকে তুমি মুক্তি পাবে
মানবিক অধিকার বঞ্চিত প্রতিটি ভ্রূণহত্যা থেকে রেহাই পাবে—
স্বর্নবিন্দু প্রতিটি শিশিরকনা—
গোধূলিররক্তিম সূর্য—
গৃহে ফেরা প্রতিটি ক্লান্ত চোখ!
হেডলাইটের আলো নয়তো ঝলসে দেবে তোমায়
যেমন করে এসিড ঝলসে দেয় পবিত্রতম কোন মুখ
যেমন করে ঝলসে গ্যাছে—
ফেলানির স্বপ্ন
পদ্মার যৌবন
দক্ষিনতালপট্টির রূপ
যেমন করে আজও টিকিয়ে রাখা হয় দাসত্বের—
বাঙালি তত্ত্ব
স্বৈরাচার রীতি
চেতনার নামে বিভেধ চিরস্থায়ী বার্লিন দেয়াল নীতি!
প্রতিটি মৃত্যু মানেই একটি নতুন প্রেম
প্রতিটি বিশুদ্ধ প্রেমই বিপ্লবীর প্রথম ভালোবাসা
কে শ্রেষ্ঠ মহৎ প্রেমিক- যে যুদ্ধে নামে যৌবনকালে?
কে প্রিয় বিশুদ্ধ কমরেড- যে প্রেমিকার চেয়ে বিপ্লব ভালোবাসে?
এসো,
সকালের সূর্য জ্বলে ওঠার আগে
রাত্রির আবরণে আরো একবার মিলিত হই
প্রতিটি সঙ্গমে সতীচ্ছেদ করি আবার
বলি— বিশুদ্ধ প্রেমিক মাত্রই মৃত্যু ভালোবাসে
এখন প্রেমের কাল—
এমন কে আছো যে বিশুদ্ধ প্রেমিক হতে চাও?
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৯