কনসার্ট টা বিলি প্রেস্টনের জন্যে খুব গুরুত্বপূর্ণ।কনসার্টে সে পাবে দশ মিনিট।that’s the way god plannned it এ গানটা বাজাবে না nothing for nothing বাজাবে এখনো ঠিক করেনি
কয়েকদিন ধরে প্রচন্ড ব্যাস্ত তার উপর একের পর এক মন খারাপ হবার খবর আসছে। হবেই না কেন?এক আগস্ট কনসার্ট ,মাত্র তিনদিন বাকি।
একটু আগে জর্জি জানালো মিক জ্যাগার ফ্রান্স থেকে এখনো ভিজা পায়নি ,সম্ভবত আসছে না।রোলিং স্টোন তার মানে বাদ। রোলিং স্টোন থাকলে মেডিসন স্কয়ারটা আরো জমত। অথচ বিলির জন্যে কনসার্টটা খুব গুরুত্বপূর্ণ।
বিটলস ভাঙ্গার পর পল ম্যাকার্টনি কারো সাথে যোগাযোগ রাখেনি-সেও দু বছরপার হয়ে গেছে।পল সোজা না করে দিয়েছে।
বিটলসের মেম্বারদের সে চেনে ১৯৬২ সাল থেকে।কারনে অকারনে সব মেম্বার তাকে খুব পছন্দ করে , বিভিন্ন কনসার্টে সে তাদের সাথে বাজিয়ে আসছে ৬২ সাল থেকে।
অথচ পল টা এমন না। পলের মা মারা গেছে তার ৭ বছর বয়েসে।পলের মার নাম মেরি।খালার কাছে বেড়ে উঠা। একদিনের তরে মা কে নিয়ে কিছু বলেছে কেউ শুনেনি।হটাৎ ,ষোল বছর পর ১৯৬৮ এর ক্রিস্মাসের আগে মাকে নিয়ে পলের লেখা ও সুর করা লেট ইট বি গান টা সবাইকে শুনিয়েছিল। পলের এ গান টা লিখতে সময় লেগেছিল ১৬ বছর।বিলি অঝোরে কেদেছিল।মাকে নিয়ে এত ভাল গান আর শুনেনি সে।কবির জাতটাই এরকম।কিছুই বলে না। যখন বলে তখন কাদিয়ে ছাড়ে -বাবেলের আভে মারিয়ার মতোই, যেন বা। কি সুন্দর কথা আর সুর।
যখন কারো দুঃ সময় যায়,তখন মা মেরি এসে যেন বলে ,চিন্তা করিস না বাছা যা হয় হোক-লেট ইট বি। অথচ ১৯৭০ এর ঘূর্ণিঝড়ের পর ,৭১ ওয়েস্ট পাকিস্তানের আর্মি এসে লাখ লাখ বাঙালি কে হত্যা করছে, দেশ ছাড়া করছে- এটা শোনার পর ও সে কিভাবে না করলো, বিলির মাথায় ঢুকেনা। ঠেকা কি কেবল জর্জি আর রবিশঙ্করের?
আরেক সাবেক বিটলস জন লেনন তার জাপানি ওয়াইফ ঈয়োকো ওনো এর সাথে সন্তানের অধিকার মামলায় বিশ্রি অবস্থায় পরেছে। বেচারা জন- সেও আসতে পারছে না!ভিয়েতনাম যুদ্ধ্বে নিক্সন সরকারকে কোন ঠাসা করে রেখেছিল কুল্লে গিটার আর গলার সুর দিয়ে। রিঙ্গস্টার কেবল আসবে।
আশার কথা বব ডিলান আর লিয়ন রাসেল আসছে।
বিলির জন্যে কনসার্টটা খুব গুরুত্বপূর্ণ
কেউ মুখে কালো বলে অবজ্ঞা করলে না হয় তাকে সাস্তি দেয়া যায়- কিন্তু কেউ যদি নাক চোখ কুচকে একরাশ ঘেন্না নিয়ে এমন ভাবে তাকায়,তাকানোই বলে দেয় তুই কালো- তাকে কি সাস্তি দেবে? কোন আদালত কি বিচার করবে?
সে ১৯৫১ এ ন্যাট কিং কোল আর চাক বেরির গান হিট করেছে ।রক এন রলের জনক এরাই। তামাম ইঊএস এ আর ইয়ূরোপ অবাক! আমেরিকান এফ্রিকান এ কালো রা তো মিউজিকএ বিপ্লব এনেছে! এদের থামানর জন্যে সকলে গোপনে ষরযন্ত্র করে এলভিস প্রিস্লির মত সুদর্শন যুবা কে এনে- রক এন রোলের জনক বানালো।শো বয়দের মাত্রাধিক প্রচার আর চাকদের উপেক্ষা করে গলা টিপে হত্যা করলো চাক বেরিদের- কালো হবার অপরাধে।মাথার ভেতর ঢুকিয়ে দিল এলভিসের নাম।আর মানূষ ও ভুলে গেল সব।
কনসার্ট টা গুরুত্বপূর্ণ বিলি প্রেস্টনের জন্যে-মিউজিক ইন্ডাস্ট্রির কালোদের প্রাপ্য বুঝে নেয়া। আর তাদের মতই ,ভাই দাবি করে খুন জখমিতে আহত হওয়া বাঙালি ভাইদের পাশে দাঁড়ানো।
বিলি মারা গেল কিডনি ফেইলরে ২০০৬ এ।জর্জি ও নেই, লেনন ও নেই, পল ও নেই, বেচে আছে কেবল মিক জ্যাগার।মরে ভালই হয়েছে। না হলে ২০১৪ তে কাল বলে আজো সাদা ভাইরা গুলি করে মারছে- এ বুড়া বয়েসে আরেকটা গুরুত্বপূর্ণ কনসার্ট করতে হত।
৭/১২/১৪