আমি কি বলেছি যে প্রেমে পড়েছি? এতো সহজে কি প্রেম হয়ে যায় আরোহী? অনেকে বলেনা যে প্রথম দেখায় প্রেম, সেটা আমি বিশ্বাস করিনা আরোহী। প্রেম অনেক গভীর ব্যাপার। প্রেমে পড়ার জন্য, আরও অনেককিছু চাই।
কি কি লাগে তাহলে কারও প্রেমে পড়তে? সুন্দর হতে হয় নাকি অন্যকিছু?
প্রথম দেখায় হয়তো সুন্দর টা চোখে পরে, কিন্তু তারপর একটু একটু করে সুন্দর টা ঢেকে যায়, তখন মনে হয় সুন্দর মুখটা নয়, দরকার অন্যকিছু। যার মাঝে নিজেকে পাবো, নির্ভরতা পাবো, আস্থা পাবো। যার মাঝে শান্তির একটা আবাস পাবো। যাকে না দেখতে পেলে প্রচণ্ড এক অস্থিরতা পেয়ে বসবে ভেতরে। যাকে একবার স্পর্শ করার জন্য অসম্ভব রকম পাগলামি করতে ইচ্ছে হবে। যখন কারও এমন হবে, তখনই সেটা প্রেম। তার আগে পর্যন্ত সেটাকে আমি প্রেম বলবো না আরোহী।
ফারজানা মিতু
উপন্যাস- পথে যেতে যদি আসি কাছাকাছি
একুশে বইমেলা ২০১৬, দিব্য প্রকাশ
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪১