সুপারকম্পিউটারের সুপারগতিতে যুক্তরাষ্ট্রের জাগুয়ারের গতিই ছিলো সবচেয়ে বেশি আর চীনের তিহানে-১ এ-এর গতি ছিলো দ্বিতীয়। কিন্তু সম্প্রতি গতির দিক থেকে যুক্তরাষ্ট্রকে পিচনে ফেলেছে চীন। খবর নিউইয়র্ক টাইমসের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, সুপারকম্পিউটারের অফিশিয়াল র্যাংকিং এর বিষয়টি পরিচালনা করেন ইউনিভার্সিটি অফ টেনেসি এর কম্পিউটার সায়েন্টিস্ট জ্যাক ডনগারা।
জ্যাক ডনগারা-এর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গাণিতিক হিসেব এর স্ট্যান্ডার্ড টেস্টের বিবেচনায় টেনেসির ন্যাশনাল ল্যাবরেটরির সুপারকম্পিউটারের চেয়ে চীনের তিহানে-১ এ এখন ১.৪ গুন বেশি ক্ষমতাসম্পন্ন।
জানা গেছে, প্রতি ৬ মাস পর পর বিশ্বে শীর্ষ ৫০০ সুপারকম্পিউটারের র্যাংকিং করা হয়। গতবারের র্যাংকিং-এ গতির দিক থেকে এগিয়ে ছিলো যুক্তরাষ্ট্র। নতুন র্যাংকিং হতে এখনও এক সপ্তাহ বাকী। এর আগেই গবেষক জ্যাক ডনগারা জানিয়ে দিয়েছেন, চীনের সুপারকম্পিউটার অনেক দূর এগিয়ে গেছে। তাই অন্য কোনো সুপারকম্পিউটারের পক্ষে এতো অল্প সময়ে একে পেছনে ফেলা একরকম অসম্ভবই।
জানা গেছে, চীনের তিয়ানজিনে ন্যাশনাল সুপারকম্পিউটিং সেন্টারে রাখা তিহানে-১এ সুপারকম্পিউটার ১৯৭৬ সালের সুপারকম্পিউটারের চেয়ে ২ কোটি ৯০ লাখ গুন বেশি ক্ষমতাসম্পন্ন।