প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অশোভন মন্তব্য করায় এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আজ মামলা হয়েছে। মামলাটি দায়ের করেছেন ঢাকা মহানগর যুবলীগ নেতা এমদাদুল হক। তবে আদালত আগামীকাল এ বিষয়ে আদেশ দিবে বলে জানিয়েছেন।
প্রসঙ্গত, সাগর-রুনি হত্যাকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে প্রধানমন্ত্রীকে ‘বাচাল’ বলে অভিহিত করে এটিএন বাংলার চেয়ারম্যান তার লন্ডন বক্তৃতায় বলেন, “প্রাইম মিনিস্টার কত না কথা বলেন। প্রাইম মিনিস্টারের বক্তৃতা শুনছেন না, ওইটাও বলছে, আমরা কি বেডরুম পাহারার দায়িত্ব নিছি? এইটা হচ্ছে বেশি কথা বলতে বলতে বাচালের মতো ফট করে মিসটেক হয়ে যায়।” সোমবার রাতে বৈশাখী টেলিভিশন মাহফুজুর রহমানের এই বক্তব্যের ফুটেজ সমপ্রচার করে।
এ সময় তিনি সরকারের বিরুদ্ধে কীভাবে প্রচারণা চালানো হবে, তার সে পরিকল্পনার কথাও জানান।
মাহফুজুর রহমানের এই ফুটেজ দেখানোর পরপরই দেশজুড়ে শুরু হয় তোলপাড়। রাতে টেলিভিশনের টক শো-গুলোতে এই নিয়ে উত্তপ্ত আলোচনা হয়। আলোচকরা মাহফুজুর রহমানকে গ্রেফতারের দাবি জানান। তারা বলেন, তাকে গ্রেফতার করলেই সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটন সম্ভব।