শ্রমিকগুলো কেন ক্ষুদ্রঋণ নিয়ে সুখে থাকে না, কেন তারা গার্মেন্টের দাসখানায় মরতে আসে? কেন শ্রমিকদের টাকায় মালিকরা শিল্পপুলিশ বানায় আর শ্রমিকেরা সমিতি পর্যন্ত বানাতে পারে না? কেন ভদ্রলোকেরা তাদের জন্য মরার ছাড়া আর সব দরজা বন্ধ রাখে?কেন ভূমিহীন খাসজমির অধিকার পায় না, কিন্তু ক্ষৃদ্রঋণ পায়? গ্কেন অর্থনীতিবিদ আর বিশ্ববিদ্যালয়গুলোর অর্থনীতি বিভাগ গবেষণা করে দেখায় না, হে ক্ষুদ্রঋণ! কত যে তোমায় বেসেছি ভাল, দেশবাসী যদি জানতো? কেন বুদ্ধিজীবীরা চোখ বুজে কলাম লিখে বলে দিতে পারে, ক্ষুদ্রঋণ মহান? কোন তারা যাদুবলে এই এক বটিকা দিয়েই দারিদ্র্যমুক্তি, নারীমুক্তি, যৌতুক লোপ, মৌলবাদ দূরসহ সমস্ত শোষণ-বঞ্চনার অবসান ঘটাতে চায়? কেন তারা তথ্যপ্রমাণ, পরিসংখ্যান, গবেষণাহীন মৌলবাদী বিশ্বাসে আরাম পায়? কেন তারা রাজসিক ঊর্ধ্বলোকের কোনো কথাতেই অবিশ্বাস করে না, অবিশ্বাস করে ক্ষুধার্তের কান্নাকে? কেন তারা যার যার কাজের লোককে জিজ্ঞাসা করে না, সে কেন গ্রাম ছেড়ে চকানি করে? কেন মিডিয়াগুলো খুচরো দুর্নীতি নিয়ে এত কথা বলে, অথচ বিরাট বিরাট টেলি-ঋণ বাণিজ্য নিয়ে কিছু বলে না? কেন বিদেশের দেওয়া ২% সুদ, গ্রামীণ স্পর্শে ৪০ পর্যন্ত হয়ে যায়? কেন বুদ্ধিজীবীরা ক্ষুদ্রঋণের সাফল্যের পক্ষে একটি নোবেল আর মহাজনের গলাবাজি ছাড়া কোনো জরিপ বা প্রমাণ দেখাতে পারে না? কোনো মধ্যবিত্ত ব্যবসায়ী ৩০-৪০ শতাংশ সুদে ঋণ নিয়ে লাভ করাকে দুঃস্বপ্ন ভাবলেও গরিবকে কেন সেই স্বপ্ন দেখানো চলতে থাকে? কেন তারা স্বীকার করে না, শত কোটি নারীর ঘুমন্ত শ্রমকে বাজারের মধ্যে টেনে এনে শোষণের বৈপ্লবিক টোপ হলো ক্ষুদ্রঋণ? তারা কি জানে না, শোষণের নতুন একটি মহাদেশ সৃষ্টি, দখল ও নিঃশেষ করার পথ দেখানো পুজিবাদের জন্য কত বড় আবিষ্কার? পুজিঁবাদ উদ্বৃত্ত মূল্য শোষণের কথা জানতো, ইউনূস দেখালেন উদ্বৃত্ত শ্রমশোষণের পথ: শতকোটি নারীর ঘুমন্ত শ্রম জেগেই বন্দি হয়ে গেল। তাহলে, বড়লোকের, বড় দেশের বড় ব্যবসা কেন সেবা? কেন ভারতীয় ঋণ মানে সুদসহ পুরো টাকা ভারতের হাতে ভারতের জন্য ভারতীয় পণ্য কিনে খরচ হলে তার নাম কইয়ের তেলে কই ভাজা হবে না? কেন আমদের নদী-সমুদ্র-সীমান্ত-পণ্য-মানুষ বন্ধ কাঁটাতার আর কেন তোমার জন্য সবকিছু কাছাখোলা? কেন বলিউড তারকারা আমাদের এত ভালবাসে? কেন রাজা-রানী যখন ঢাকা মাতায় তখন এক্সিম ব্যাংকের নাদিম মহাজন বাংলাদেশকে শাসায়?
কেন ছোটোলোক বারেবারে মরে আর গায়, ''না, না, না, তোমাদের এ ই ঋণ কোনোদিন শোধ হবে না।’'
ক্ষুদ্র ঋণে আর ভারতীয় দানে স্বাধীনতার রক্তঋণ শোধ হয়ে গেছে না কি?