প্রথম আলোর এই রিপোর্টটা দুঃখের হাসির মতো। দুঃখ যে আমাদের সকল আশংকার প্রামাণিক আলামত মিলল, আর হাসি এই জন্য যে, 'উন্নয়ন সন্ত্রাসের' সমর্থক এবং যা কিছু ভারতের তার সবই আদরের মতাবলম্বীদের দেঁতো ও নিষ্ঠুর হাসির একটা জবাব এল।
প্রথম আলোর তরফে এই রিপোর্ট প্রকাশ চলমান বিতর্কের একটা টার্নিং পয়েন্ট। অভিবাদন প্রতিবেদক ইফতেখার মাহমুদকে।
আশা করি, রাসেল, পিয়াল প্রমুখরা এসে এই রিপোর্টকে খারিজ করে যাবেন।
পুনশ্চ: আমি টিপাইমুখ নিয়ে প্রামাণিক তথ্যের ভিত্তিতে সিরিজ লিখব বলে কথা দিয়েছিলাম। আশা করি আজ থেকেই শুরু করতে পারবো। প্রথমে থাকবে ভারতরে পক্ষ থেকে বাংলাদেশকে দেওয়া ৩০০ শব্দের প্রতিবেদনটির ওপর আলোচনা।