তোমাকেই লিখছি,
যেহেতু তোমার বাড়িতে নতুন রং করিয়েছে । তাই শ্লোগান , প্রেম আর রাজনীতিমুক্ত তোমার প্রাচীর ।
সেজন্যই আজকাল কাস্টমার কেয়ারে মাঝে মাঝে মাথা গলাই, মিষ্টি মিষ্টি কন্ঠগুলো, কেয়ারের নামে বেশ হ্যান্ডেল করে ছেড়ে দেয় ।
সর্বশেষ প্রেমিকার প্রসাধনসামগ্রীর মানহীনতার কারণে আমাকে কোমায় যেতে হয়েছিল , তাই বেলতলা এড়িয়ে চলছি ।
তোমার নিরাপত্তা বেষ্টনী , সাদা চুনকাম শুভ্রতার আবরণে আড়াল - বিগত শ্লোগান , প্রেম আর রাজনীতি । প্রতিরাতে সুরম্য তোমার দরজায় আমার অবেচতন করা নাড়ে, আর আমি একই স্বপ্নের দৃশ্যকল্পে, আবর্তিত হই ,
আমি তোমার দেয়ালে দাঁড়ালেই এক দঙ্গল হাউন্ড তাড়া করে।
সকালের কাগজে চুনকামের সফেদ বিস্তার,
স্মৃতির দায়মুক্তি,
আর শুভ্রতার নিচে চাপা পড়া
শ্লোগান
প্রেম আর রাজনীতি ।
হাউন্ড কুকুরের তাড়া।
সর্বশেষ প্রেমিকার চাপা পড়া তিলের প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে , আমাকে অনেক বিষ ঠেলতে হয়েছিল ।
তাই দেয়ালে পাকস্থলীবান্ধব রং ব্যবহার করো ।