ভাই, কি বলব দুঃখের কথা। যখনই কারো উপর নির্ভর করি সেই আমাকে জলে ভাসিয়ে চলে যায়। ঘটনা টা হলো এ পর্যন্ত ছোট-বড় মিলিয়ে ৩ জন মেয়ের সাথে রিলেশন হয়। ১ম রিলেশনঃ ক্লাশ টেন-এ পড়ার সময় আমার চেয়ে ২ বছরের ছো্ট একটা মেয়ের সাথে রিলেশন হয়, ৪ বছর রিলেশন চলার পর একদিন মেয়ের বিয়ে ঠিক হয়ে। মেয়েটার কাছে ব্যাপক আকুতি মিনতি করলে সে বলে তুমি আমার চেয়ে অনেক সুন্দর ও ভালো মেয়ে পাবে। আগে পড়াশুনা শেষ করো, ভালো একটা চাকরী ম্যানেজ করো দেখবে তোমার পিছনে কত মেয়ে দৌড়াবে। এই সান্তনা দিয়ে সে চলে গেল। ২য় রিলেশনঃ টানা কয়েক বছর বেকার থাকার পর যখন অর্নাসে ভর্তি হলাম। তখন পরিচয় হলো মার্ষ্টাস পড়ুয়া হিন্দু ধর্মের এক বড় আপুর সাথে। নিয়মিত কথা বলতে বলতে রিলেশন টা প্রেমে পরিনত হল। টানা ২ বছর চলার পর সে বলল তার সাথে আমি মানানসই না। ধর্ম , বয়স, শিক্ষাগত যোগ্যতা সবই ছিল অগোছানো। শেষ পর্যন্ত সে ও বলে চলে গেল অনার্সটা ভালোভাবে শেষ করতে, পড়াশুনার প্রতি মনোযোগ দিতে। তার চেয়ে অনেক ভালো মেয়ে পাব। ৩য় রিলেশনঃ অর্নাস ফাইনাল পরীক্ষার আগে পাশের বাসার ক্লাশ নাইনে পড়ুয়া একটা মেয়ের সাথে পরিচয় হলো, পড়াশুনা বিষয়ে আমি তাকে কিছু হেল্প করতাম। ধীরে ধীরে পরিচয়টা প্রেমে পরিণত হলো। বছর দুয়েক ভালোই চলল। আমি ও মাষ্টার্স শেষ করলাম। ছোট খাট একটা চাকরী ও ম্যানেজ করলাম। গত পরশু তার আংটি বদল হয়ে গেল এক ধনী ব্যক্তির সাথে। আর আমি পেলাম সান্তনার বার্তা মন খারাপ করো না। ইনশাল্লাহ তুমি অনেক সুন্দর মেয়ে পাবে। আপনার বুঝতে পারছেন আমি কতটুকু সংকটময় পরিস্থিতিতে ছিলাম। যাই হোক আমি কি আসলেই একজন ভালো মানুষ পাবো? যে আমাকে বুঝবে যার কথার মধ্যে কোন সান্তনা থাকবে না।