গতকাল যে বিল পাশ হয়েছে, তাতে শুধু জামাতের বিচারের কথা বলা হয়েছে; ইডিয়ট এমপি'রা কি ইসলামী ছাত্র সংঘের কথা ভুলে গেছে; নাম বদলানোতে ছাত্র সংঘ কি পরিস্কার হয়ে গেল?
বাংগালীদের গণ-বিপ্লবকে নিশ্চিহ্ন করার জন্য, হত্যাকান্ড ও প্রচন্ড সামরিক শক্তি প্রয়োগের মধ্য দিয়ে 'শক' সৃস্টি করার প্ল্যান নিয়েছিল ইয়াহিয়া সরকার! সে প্ল্যান অনুযায়ী, '৭১ সালের ২৫শে মার্চ পাকী বাহিনী পুরো বাংগালী জাতিকে সামরিক শক্তি দিয়ে আক্রমণ করে; তারা শুধুমাত্র ঢাকায় সাময়িকভাবে সফল হয়; কিন্তু চট্টগ্রামসহ দেশের বাকী অংশে, উল্টো তারাই পাল্টা আক্রমণের শিকারে পরিণত হয়! সাধারণ মানুষ বিদ্রোহী বেংগল রেজিমেন্ট ও ইপিআর'এর সাথে যোগ দিয়ে মুক্তিবাহিনী গড়ে তোলে।
গ্রাম বাংলার অভ্যন্তরে সামরিক অভিযান চালানোর ক্ষমতা বা সাহস পাকিস্তান বাহিনীর ছিল না; তখন তারা স্হানীয় বিশ্বাসঘাতকদের নিয়ে মিলিশিয়া বাহিনী গঠন করার প্ল্যান নেয়; জামাত ও ইসলামী ছাত্র সংঘ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে সে প্ল্যান বাস্তবায়ন করে।
২৫শে মার্চের রাতের প্রাণহানীর পর, রাজাকার বাহিনী অপারেশনে আসা অবধি পাকি বাহিনী মার খেতে থাকে। রাজাকার ও আলবদর বাহিনী পাকিদের সাথে যোগ দেয়ার সাথে সাথেই পাকিরা যেকোন স্হানে, যে কোন গ্রামে আক্রমণ চালানোর মত সাথী পেয়ে যায়।
পাকি বাহিনীর কাভারে থেকে, রাজাকার, আলবদর বাংগালী জাতির উপর যে হত্যাকান্ড, নারী নির্যাতন চালায় তা ইতিহাসে বিরল। তারা আমাদের স্বাধীনতা যুদ্ধকে 'বদর যুদ্ধ' ইত্যাদির মত ধর্মীয় যুদ্ধ হিসেবে গন্য করতে থাকে; পশ্চাদে পড়া, মরালহীন, ক্ষীণ মস্তিস্কদের হাতে যখন আধুনিক অস্ত্র, মানুষ তখন সম্পুর্ণ অসহায়, গণ হত্যার শিকার!
যাক, তারা যুদ্ধে ভংকরভাবে পরাজিত হয়; আমরা ভংয়করভাবে মানবিক বিপর্যের মাঝে বিজয় চিনিয়ে আনতে সক্ষম হই। পরিস্কার বিজয়ের পরও, আমরা তাদের সঠিভাবে বিচার করতে পারিনি: কারণ, যাঁরা প্রাণ দিয়ে যুদ্ধ করেছিলেন, তাঁদেরকে কৌশলে নিজের লোকেরাই দুরে সরিয়ে দিয়ে, দুর্বল হাতে নতুন দেশের শাসনভার গ্রহন করে, দেশকে প্রথমদিন থেকেই ভুল দিকে নিয়ে যায়; লাভবান হয় পরাজিতরা।
পরাজিতদের ৫৫০০০ হাজারের মাঝে ১০/১৫ জনের বিচার চলছে; বিচার হবে।
জামাত ও ইসলামী ছাত্র সংঘের বিচার করা জাতির দায়িত্ব; গতকাল জামাতের বিচারের জন্য পার্লামেন্টে বিল পাশ হয়েছে; জামাত থাকবে না; পরে, আবার এক সময় নতুন জামাত গঠিত হবে!
কিন্তু গতকাল শিবিরের( ইসলামী ছাত্র সংঘের) কথা বিলে যুক্ত করা হয়নি; ইডিয়ট এমপি'রা কি করে শিবিরের কথা ভুলে গেলো?
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫