আমার মতে, জামাত নিষিদ্ধ হবে, এটা মেনে নিয়ে বর্তমান জামাত আগামী জামাতের জন্য গঠনতন্ত্র ইত্যাদি তৈরি করছে, ও নতুন মোড়কে বের হওয়ার জন্য দিনরাত কাজ করছে!
নতুন জামাত কেমন হবে? ইসলামী ছাত্র সংঘ থেকে 'শিবির' এর জন্ম দেয়ার পর, নতুন কি কি ঘটেছিল? নতুন নামে বেরিয়ে আসার পর, ইসলামী ছাত্র সংঘ 'সাপ' থেকে কিং কোবরায় পরিণত হয়েছে!
স্বাধীনতা যুদ্ধের আগে, ইসলামী ছাত্র সংঘ মোটামুটি ইডিয়টদের রিক্রুট করতো। স্বাধীনতার পর, জন সংখ্যা বৃদ্ধির হিড়িক পড়ে যায়, মানুষ বাড়ার অনুপাতে ইডিয়টদের অনুপাতও বেড়ে গিয়েছিল, শিবিরের নতুন রিক্রুটও সে অনুপাতে বেড়েছে। মানুষ বাড়ার কতগুলো মারাত্মক দিক আছে, আপনারা তা অনেকেই বুঝতে পারছেন, সমান্য খেলেধুলা করার মতো জায়গাও নেই; অপুর্নাংগ কিশোর, সমাজের জন্য বোঝা! এসব বোঝাকে কেনার জন্য রাজনৈতিক দলগুলো বসে আছে; জামাতের ক্যাশের অভাব নেই!
নতুন জামাত হবে অনেক কৌশলী, আগামী ভোটে তারা আওয়ামী লীগকে সাহায্যের ভান করে ইসলামী ব্যাংক, ইবনে সিনা, মদিনা ইউনিভার্সিটি সব রক্ষা করবে; তারপর কিং কোবরা তার খোলস বদলাবে, তারপর আওয়ামী লীগকে গিলে ফেলার চেস্টা করবে; অবশ্য তখন হাসিনা থাকবে না।
জামাতকে নিষিদ্ধ না করে উপায় নেই; কারণ, তারা বাংগালী জাতির 'ফিচার' নস্ট করে তালেবানী মানুষ তৈরির ফ্যাক্টরী চালু করেছে; নিষিদ্ধ করে, তার ফিরে আসার পথও বন্ধ করতে হবে। নতুন জামাত থেকে হাসিনা যেভাবে লাভবান হতে চাচ্ছে, তা ঘটবে না; সাপের থেকে সোনালী ব্যাং জন্ম নেয়ার সম্ভাবনা নেই; শিবির তা প্রমাণ করেছে!
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১০