১৯৭১ সালে, পাকিস্তানী বাহিনীর কাভারে থেকে রাজাকার ও আল-বদর যে ধরণের হত্যাকান্ড চালায়েছে, তা অকল্পনীয়; মগজহীন মানুষের হাতে অস্ত্র, পৃথিবীতে এর থেকে ভয়ানক কিছু নেই!
আজকের শিবির, জামাত ও রাজাকারদের থেকে কিছুটা অনুমান করা সম্ভব, ১৯৭১ সালের জামাত ও ছাত্র সংঘ কি ধরণের জানোয়ার ছিল!
খালেদা পাকী অফিসারদের সাথে ক্যনটনমেন্টে থাকায় ও কম শিক্ষিত হওয়ায়, কোনক্রমে বাহিরের হত্যাকান্ড সম্পর্কে অনুমান করতে পারেনি। তদুপরি, পাকিস্তানী বাহিনীর উপর তার অগাধ আস্হা ছিল; সে কোনদিন ভাবেনি যে, সাধারণ বাংগালীরা পাকী বাহিনীকে পরাজিত করতে পারে!
সে তার স্বামীকে তার জীবন থেকে মাইনাস করে দিয়েছিল; যাক, সে নিরাশ হয়েছে, জিয়া বিজয়ের বেশে ফিরেছিল। জিয়া স্বপ্নেও ভাবেনি যে, খালেদা একদিন বাংলাদেশ চালাবে!
সবই ঘটেছে বাংলাদেশে; তবে, হত্যাকারীদের ক্ষমতায় আনা এক বড় অপরাধ, খালেদার কঠিন বিচার হওয়া দরকার। শাহবাগ, খালেদা যেন বিনা বিচারে পার না পায়! রাজাকারদের চেয়ে ওর অপরাধ আরো গুরুত্ব বহন করে, তাকে ছাড়া যাবে না!