এ কাজটা করার দরকার আমাদের পার্লামেন্টের: বিল আনার দরকার যে, পার্টি-প্রধান দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হতে পারবে না, এবং ২ বারের বেশী কেহ এসব পোস্টে যেতে পারবে না। কিন্তু হাসিনার ২৭০ টি কলাগাছ এমপিদের মেধা এতটুকু কখনো ছিল না।
ফলে, এ আওয়াজ আজ জনতাকেই তুলতে হবে; শাহবাগকে ক্রমেই দেশের সমস্যাসমুহ নিয়ে কথা বলতে হবে, সমাধান নিয়ে কথা বলতে হবে। শাহবাগের প্রাথমিক উদ্দেশ্য সফল হয়েছে: কাদের মোল্লা, গোলাম আজম, নিজামী, মুজাহিদ, সাইদীরা মুছে গেছে! শুধু সন্দেহ থেকে যাচ্ছে মীর কাশিম আলী ও সাকা চৌধুরীকে নিয়ে। এখন শিবির ও জামাতকে নিস্ক্রিয় করা ও একই সাথে দেশের মুল সমস্যাগুলোর দিকে তাকাতে হবে, সমাধান নিয়ে ভাবতে হবে!
হাসিনার ৩২ বছরের, ও খালেদার ৩০ বছরের রাজনীতির প্যাটার্ণ থেকে বাংগালীদের বুঝা উচিত যে, জাতি নিজ পায়ে কুড়াল মেরেছেন: মেধাহীন মানুষকে ক্ষমতা দিয়ে জাতি ভুলভাবে গড়ে উঠছেন!
কিন্তু হাসিনা ও খালেদা জাতির সবচেয়ে বড় ২ টি পার্টিকে দখল করে, এমনভাবে চালিত করছে যে, জাতি এদের জালের বাহিরে যেতে পারছে না। এ জাল ছেঁড়ার ক্ষমতা ছিল পার্লামেন্টের হাতে; তারা এ ২ দৈত্যকে কন্ট্রোল করতে পারতো; কিন্তু ওরা নিজেরাই ২ দৈত্যের সেনাবাহিনীতে পরিণত হয়ে জনতার বিপক্ষে অবস্হান নিয়েছে।
তাই জনতাকে ক্রমে সবকিছুর দায়িত্ব নিতে হবে। যদি মনে হয়, এখনো সময় হয়নি, তা'হলে মগজের কোণে ধরে রাখলেই হবে!