১ .
অনেক অনেকদিন আগের কথা, ফারাও থুটমোসের রাজত্ব তখন কেবল শুরুর দিকে। তবে আমাদের গল্পের নায়িকা আমিসির তখন এইসব রাজা-রাজড়ার কারবার খেয়াল করার বিলাসিতা নেই। কিন্তু আমাদের আছে, গল্পের পটভূমি জানতে হবে না? যাইহোক, ফারাও আমেনহটেপ আর রানি টিয়ার ছেলে থুটমোসের ফারাও হবার কথা ছিলোনা। বাবা তখনও বেচেঁ, বড় ভাই হচ্ছে পরবর্তী 'রা'। কিন্তু ভাগ্য সদয় থাকলে কত কিছুইনা হয়! [ দি এন্ড, গল্পের না, পটভূমির.. ]
নববধূ আমিসির কপালে দোষ ছিল, কর্মেও দোষ ছিল, তাই সাজা হল জীবন্ত মমি করে তাকে রাখা হবে তার সদ্য প্রয়াত স্বামীর সাথে। আমিসিকে মমি বানিয়ে রাখার পিছনে অনেক মহৎ উদ্দেশ্য ছিল, কিছুটা আমাদের সংস্কৃতির সহমরন-টাইপের ব্যাপার। প্রয়াত স্বামীর আত্মা ফিরলে তার বউ লাগবে না? তাই বউ আমিসিকে পার্সেল করে সংগে দিয়ে দেওয়া আরকি।
কপালের ফেরে মানুষ কত কিছুইনা হারায়.. থুটমোস, স্ফিংস পুনোঃরুত্থান করে, দৈব বর পেয়ে - বড় ভাই ডিঙ্গিয়ে ফারাও হল। কিন্তু বেশিদিন সুখ সইলনা থুটমোসের। লোকে কানাকানি করত, থুটমোস নাকি হাতসেপসুটের পুনঃজন্ম। ঐ যে, ক্ষনজন্মা মহিলা
ফারাও, থুক্কু, আবার ইতিহাস এসে গেলো.. রাজা - রাজত্ব...হু!! যাইহোক, আমাদের গল্পটা সেই সময়কার..খুব হয়েছে, এখন আসল গল্পে আসা যাক।
যতক্ষন দম ছিলো, আমিসি চেচাঁল। শেষমেস কান ঢাকার আগে পুরোহিত পই পই করে বলে দিল কষ্ট না পেতে, পুনোঃরুত্থান হবে - সে হবে এক ভারি মজার ব্যাপার। তার স্বামী তাকে জাগাবে; তার স্বামী, সাত জন্মের ধন। আমিসির তো বিয়েতে
আপত্তি ছিলোনা, তাহলে সংসারে আপত্তি কেন? আমিসি তার বিয়ের আগের স্বপ্নভরা বছরগুলো মনে গেথেঁ নিতে নিতে সারকোফেগাসের ডালার নিচের অন্ধকারে ডুবে গেল।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:২৮