একটা ছেলে মনের আঙ্গিনাতে ধীরপায়েতে এক্কা-দোক্কা খেলে,
বন-পাহাড়-ঝরণা খুঁজে, বৃষ্টিজলে একলা ভেজে ।।
সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে ..।
আমি তো বেশ ছিলাম চুপিসারে,
ছোট্ট মেয়ে সেজে একটা কোনে,
সবুজ বনে নিলচে আলো জ্বেলে, স্বপ্নভেজা, মাটিতে পা ফেলে।
সেই ছেলেটা হঠাৎ এলো মনে।
ছোট্ট আমি, দুষ্টু আমি সেজে, কেমন যেনো হলাম জড়সড়,
আকাশভরা তারার আলো দেখে, বৃষ্টিভেজা, মাটিতে পা রেখে।
বুকভরা আবেগটুকু ঢেকে, হঠাৎ করে হয়ে গেলাম বড়।
বন-পাহাড়-ঝরণা-বৃষ্টি ফেলে, আমায় বাসল ভালো সেই ছেলে।