গতরাতে অন্য একটা গানের ভিডিও বানানোর কাজ করছিলাম। একটু ব্রেক নিলাম, সেই ব্রেকে একটা সুর তৈরি করার ইচ্ছে হলো। প্রথম টানে ('মুখ' তৈরির সময়) তাৎক্ষণিকভাবে মুখে যে-শব্দ এলো, তাই বললাম, দ্বিতীয়বারও তাই।
এরপর তাৎক্ষণিক কথাগুলোকে একটু সাজালাম এবং 'মুখ'-এর অংশ গাইলাম। নিজের কাছেই ভালো লাগলো। এরপর 'অন্তরা'র টান দিলাম। এবারও মুখে যে-শব্দ এলো, তাই বললাম। পরে 'মুখ' আর 'অন্তরা'কে এফ-এল স্টুডিয়োতে জোড়া লাগালাম।
প্রথম বারেই 'অন্তরা'য় যে কথাগুলো বলে ফেলেছি, তা গানের মূল বক্তব্যের সাথে যায় না। এখানে শেয়ার করা 'অন্তরা'র কথাগুলো আমূল বদলে যাবে, সেই সাথে দ্বিতীয় অন্তরাও লেখা হবে। তারপর হবে একটা পূর্ণাঙ্গ গান, যার সাথে মিউজিকও যোগ করা হবে। গান চূড়ান্ত করার সময় সুরও রি-ফাইন ও রি-ডিফাইন করার সম্ভাবনা প্রবল। আপাতত এই অসম্পূর্ণ গানটা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে হলো, তাই করলাম, সেই সাথে সুরটাকেও ধরে রাখা হলো।
তুমি কি আমায় আজও ক্ষমা করো নি?
আমি তো অনুতাপে পুড়ে পুড়ে
এতোটা জীবন ধরে ছাই হয়েছি
হায়
আর কতকাল বলো আসামি করে তুমি
রাখবে আমায়
আসামি করে তুমি রাখবে আমায়
হায়
এ কী তোমার ছলনা
তুমি কি তবে তোমার ক্ষমা কভু দেবে না?
--------
নীচের অংশ পালটে যাবে। দুটি স্তবক বা অন্তরা হব।
--------
হায়
আমাকে তোমার মনে পড়ে কি?
কোথায় কবে য্যানো দেখা হয়েছে
তারপর কত কথা
কোথাও কোথাও তুমি গিয়েছ ভুলে
ওওওওও
১১ অক্টোবর ২০২৪
কথা, সুর ও কণ্ঠ : খলিল মাহ্মুদ
গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - তুমি কি আমায় আজও ক্ষমা করো নি?
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:১৫