তোমার আমার দিন ছুটে চলে ব্যস্ত ঘড়ির কাঁটায়
তোমার আমার মন ছুটে চলে নদীর ঢেউয়ের মতো
তোমার আমার রাতগুলো কাটে দারুণ অস্থিরতায়
তোমার আমার চোখে নেই সুখ, স্বপ্নরা পরাহত
কাল যদি দেখো ঝাঁকে ঝাঁকে পাখি মেঘে রঙ মেখে হাসে
অভিসারে তুমি চলে এসো প্রিয় সন্ধ্যার অবকাশে
অলখিতে কত শুকিয়েছে নদী, ম্লান হয়ে গেছে জোছনা
বাসনায় কত গাঢ় হয় রাত, ক্ষয় হয়ে যায় কামনা
কাল যদি দেখো শুকনো ঘাসেরা জেগেছে সজীব নিশ্বাসে
অভিসারে তুমি চলে এসো প্রিয় সন্ধ্যার অবকাশে
একদিন ভোরে শিশিরের গায়ে মনটাকে নেব ভিজিয়ে
বাতাসের সুরে সুর তুলে তুলে বাতাসেই দেব ভাসিয়ে
পাখা মেলে দিয়ে উড়ে যেতে যেতে মিশে যাব ধু-ধু আকাশে
অভিসারে তুমি চলে এসো প্রিয় সন্ধ্যার অবকাশে
২৬ মার্চ ২০২১/২২ সেপ্টেম্বর ২০২২
সুর সৃষ্টির তারিখ ২৬ মার্চ ২০২১
কথা, সুর ও মিউজিক কম্পোজিশন : খলিল মাহ্মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব
এটা মূলত গানের লিরিক। এখানেও লিরিক হিসাবেই পোস্ট করেছি; তবে, আমার অনেক লিরিকই ব্লগারগণ কবিতা হিসাবেও পড়ে থাকেন; সেজন্য কবিটার ফরম্যাটেই পাবলিশ করা হলো। গানটি কেউ শুনতে চাইলে প্লিজ এখানে ক্লিক করুন - তোমার আমার দিন ছুটে চলে ব্যস্ত ঘড়ির কাঁটায়।
অথবা নীচের লিংকে ক্লিক করুন :
এ গানটির সুর আগেই করা হয়েছিল। আগ্রহীদের কাছ থেকে লিরিক চেয়ে একটা পোস্ট ছিল - শুধু শিস্ দিয়ে যাই - মজার খেলা, আসুন, গান লিখি - দ্বিতীয় পর্ব। কেউ কোনো লিরিক লেখেন নি। এটা একটা ভিন্ন ধারার সুর। আমার নিজের প্রিয় সুরগুলোর একটা।
লিরিক চেয়ে আরো একটা পোস্ট ছিল - শুধু শিস্ দিয়ে যাই - মজার খেলা, আসুন, গান লিখি। এ সুরে দুটো গান করার প্ল্যান - একটা দেশাত্মবোধক, অন্যটি প্রেমের। আয় রে সকলে, হাত রাখি হাতে, সবাই মিলে একসাথে গড়ি এ দেশটাকে - দেশের গানের কথা এভাবে শুরু করেছি। এর উপর আমাদের অর্কেস্ট্রা একটা মিউজিক কম্পোজ করে দিয়েছে আমাকে। এটি নিয়েও পোস্ট করা হয়েছিল - আয় রে সকলে হাত রাখি হাতে - দেশের গান - ইন্সট্রুমেন্টাল/যন্ত্রসঙ্গীত - কথা ও সুর - সোনাবীজ। এটার উপর ভালো লিরিক পেলেই শুধু আমার সুর সেখানে বসাবো। এ সুর ও মিউজিক কম্পোজিশনটা যারা শুনেছেন, সবারই ভালো লেগেছে বলে জানিয়েছিলেন।
কেন আমি সচরাচর পোস্টে কোনো ছবি যোগ করি না? আমার গল্প, কবিতা, রম্য যাই হোক না কেন, এক্সক্লুসিভ টপিকের সাথে সরাসরি সম্পৃক্ত না হলে ছবি দিই না। কারণ, স্বাভাবিক ভাবেই, মানুষের দৃষ্টি চলে যায় ছবির দিকে। ছবি হলো অন্য এক শিল্পীর ক্রিয়েটিভ ওয়ার্ক। পাঠক পোস্ট ওপেন করেই ছবি দেখেন, কমেন্ট করেন ছবির উপর, আর আমার নিজদের ক্রিয়েটিভ লেখাটার উপর কোনো কমেন্টই নাই- ভেরি স্যাড। ছবি শুধু সেখানেই দিই - কবরী সারোয়ার বা সুচিত্রা সেনের উপর লিখছি- তাদের ছবি প্রাসঙ্গিক। কিন্তু গল্প, কবিতায় অন্যের আর্ট বা ছবি দিতে আমি উৎসাহ পাই না। অন্যের প্রচারণা বাড়ানো ছাড়া আর কিছুই না।
এ পোস্টটা একজন ব্লগারকে উৎসর্গ করলাম। তিনি একজন ট্যালেন্টেড ব্লগার। খুব গান ভালোবাসেন। নতুন রূপে ব্লগে এসেই ঝড় তুলেছেন। তার জন্য শুভেচ্ছা। শুভেচ্ছা তাদেরকেও, যারা এই উৎসর্গ লাইনটাও পড়লেন।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৩৬