তুমি কোথায় আছো, কেমন আছো, ভালো আছো জানি
তোমার জন্য সন্ধ্যাগুলো আজও তুলে রাখি
তুমি কোথায় আছো, কেমন আছো, ভালো আছো জানি
তোমার জন্য সন্ধ্যাগুলো গন্ধে মেখে রাখি
হয়ত হঠাৎ ফিরবে আবার সাজিয়ে কথার ডালি
তোমার জন্য সন্ধ্যাগুলো আজও তুলে রাখি
তোমার জন্য সন্ধ্যাগুলো গন্ধে মেখে রাখি
তোমার জন্য সকালগুলো চঞ্চলতায় ভরা
তোমায় ভেবে উদাস দুপুর হৃদয় আকুল করা
তোমার জন্য অলস বিকেল ব্যাকুল বসে থাকি
তোমার জন্য বুকের নদী ব্যথায় উথলে ওঠে
রাত্রি হলে কান্নাগুলো টগবগিয়ে ফোটে
তোমার জন্য কষ্টগুলো হাসির ভেতর ঢাকি
তুমি কোথায় আছো, কেমন আছো, ভালো আছো জানি
তোমার জন্য সন্ধ্যাগুলো আজও তুলে রাখি
তোমার জন্য সন্ধ্যাগুলো গন্ধে মেখে রাখি
২৪ এপ্রিল ২০২২
কথা, সুর ও মিউজিক কম্পোজিশন : খলিল মাহ্মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব ও সাইফ আল মাহমুদ পাইলট
গানের ইউটিউব লিংক : তুমি কোথায় আছো? কেমনা আছো?
শুরুতে রোমান্টিক গানের লিরিক করা হয়েছিল।
কোথায় আছো, কেমন আছো? ব্যস্ত আছো নাকি?
কিন্তু সুরটা হয়ে গেলো ট্র্যাজেডির, ফলে লিরিক চেঞ্জ করে বিরহের গানই তৈরি করা হলো।
সবার জন্য শুভেচ্ছা।
১. ২৬ শে এপ্রিল, ২০২২ রাত ৩:৪৬ ০
কিন্তু গাণ শুনলাম। সুর পছন্দ হয়নি। সরি। কেমন ছাড়া ছাড়া হয়ে গেছে।