নেশাগ্রস্তদের সমস্যা হলো, তারা নেশা ছাড়তে পারে না। আহমেদ জী এস ভাইয়ের উসকানিতে গানের নেশা ছেড়ে গোটা দুই কোবতে লিখেছিনু। কিন্তু, গান আমাকে আবার কুক্ষিগত করেছে। এ নেশার ভয়ানক ক্ষতিকর দিক হলো, রাতের ঘুম উধাও করে দেয়, খাওয়া-দাওয়া-নাওয়াতেও অনিয়ম ঘটিয়ে ফেলে। এসব অবশ্য সব নেশারই সু বা কুফল
আজ সারাদিন দূরবর্তিনী মেয়ে ও কয়েকজন কলিগ মুখোমুখী পড়ায় (তারাবীহ পড়তে যাওয়ার সময়) 'শুভ নববর্ষ' বিনিময় হয়েছে। কাজের মধ্যে বড়ো কাজ করেছি একটা - বসের 'শুভ নববর্ষ' মেসেজের প্রত্যুত্তরে আমিও 'শুভ নববর্ষ' বলেছি।
তো, এখন কাজটা যা করছি তা খুবই জটিল, কষ্টকর ও সময়সাপেক্ষ। আগের খালি গলায় গাওয়া গানের উপর মিউজিক কম্পোজ করে মিক্স করছি। আমি আনাড়ি। ছোটো ছেলের কাছ থেকে প্রিলিমিনারি নলেজ নিয়েছিলাম/নিচ্ছি, বাকিটা ইউটিউব ও নিজের ইনকুইজিটিভনেস। তবে, খুবই ইন্টারেস্টিং, যেজন্য একবার শুরু করলে আর ছাড়া যায় না।
আগের গাওয়া গানের উপর মিউজিক কম্পোজ করতে যেয়ে ঝামেলা হচ্ছিল। এজন্য এটা নতুন করে গাইতে হয়েছে। তারপর মিউজিক মিক্স করা হয়েছে।
বলছিলাম, আমি আনাড়ি। যাদের এ ব্যাপারে এক্সপেরিয়েন্স আছে, তারা বুঝবেন, এটা খুব সহজ ছিল না আমার জন্য। ফর দ্যট ম্যাটার, অনেকের জন্যই কাজটা সহজ হবে না।
কথা, সুর ও মিউজিক কম্পোজিশন : খলিল মাহ্মুদ
গানের ইউটিউব লিংক : শহরের অলিগলি, যত রাজপথ
শহরের অলিগলি যত রাজপথ
রেললাইন, পল্টন, শপিং মল
রমনার বটতলা, বইমেলাতে
কত যে ঘুরেছি আমি খামখেয়ালে
কত যে ঘুরেছি আমি খামখেয়ালে
যদি বা কোথাও দেখা হয় কাকতালে
আমি জানি কত প্রিয় ফুচকা তোমার
ভালোবাসো ঝালমুড়ি, আমের আচার
ফাস্টফুড দেখলেই থামিয়ে আমায়
বলতে বার্গার খেতে মন চায়
এইসব কিনে আজ হাতে নিয়ে ঘুরি
যদি বা কোথাও দেখা হয় কাকতালে
শহরের অলি গলি যত রাজপথ
রেললাইন, পল্টন, শপিং মল
রমনার বটতলা, বইমেলাতে
কত যে ঘুরেছি আমি খামখেয়ালে
কত যে ঘুরেছি আমি খামখেয়ালে
যদি বা কোথাও দেখা হয় কাকতালে
আমরা ভেসেছি কত বুড়িগঙ্গায়
গান গাওয়া নৌকায় বহু সন্ধ্যায়
এ শহরে আছে যত সিনেমার হল
আমরা দুজনে ছবি দেখেছি সকল
আজও আমি সেই পথে ঘুরি আনমনা
দেখা হলো না যে আজও দেখা হলো না
তুমি তবে কোথা আছো বলো সুজানা
কোথায় লুকিয়ে আছো বলো সুজানা
কোথায় লুকিয়ে আছো বলো সুজানা
বলো সুজানা
শহরের অলি গলি যত রাজপথ
রেললাইন, পল্টন, শপিং মল
রমনার বটতলা, বইমেলাতে
কত যে ঘুরেছি আমি খামখেয়ালে
কত যে ঘুরেছি আমি খামখেয়ালে
যদি বা কোথাও দেখা হয় কাকতালে
২২ জানুয়ারি ২০২২
আগের ভার্সন, আমার দুই ছেলের গিটারের মিউজিকসহ গাওয়া গানের লিংক : শহরের অলিগলি, যত রাজপথ
খালি গলায় গাওয়া প্রথম ভার্সন (ফাস্ট) : শহরের অলিগলি, যত রাজপথ
শুভ নববর্ষ ১৪২৯
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪৬