এর আগে এ গানটা মেহেদীর কণ্ঠে শুনেছিলেন এই লিংক থেকে। এ গানটার ব্যাপারে আগে এই পোস্টটি শেয়ার করা হয়েছিল। আমার খালি গলায় গাওয়া গানটি ছিল এই লিংকে। আজকের গানটাও আমার গাওয়া এবং মিউজিকসহ।
একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের রিহার্সেল হচ্ছে। সন্ধ্যায় সেখানে গেলাম দেখার জন্য। বিভিন্ন পারফরমার তাদের ইভেন্টগুলো পারফর্ম করলেন। ১০টার দিকে রিহার্সেল শেষ করে সবাই চলে গেলেন, আমি রয়ে গেলাম। আমি প্রায়ই ওখানে যাই। আমার গান ওদের সাথে শেয়ার করি। ওদের একজন মেহেদী, আরেকজন প্রকাশ আমার দুটি গান যথাক্রমে 'সেই তুমি চলে গেছো' ও যত চাই ভুলে যেতে গেয়েছে। আমার কিছু গান ওদের সাথে শেয়ার করেছি, যা থেকে ওরা দুজন ঐ গানদুটো গেয়েছে। যাই হোক, বললাম, আমি গানটা গাই, একটু মিউজিক লাগান। ইনসট্যান্টলি ওরা আমার কণ্ঠে সাথে মিউজিক তুললো। আমার কাছে খুব ভালো লেগেছে ওদের মিউজিক।
কথা, সুর ও কণ্ঠ : খলিল মাহ্মুদ
কি-বোর্ড : জোবাইদুল
লিড গিটার : মেহেদী
তবলা : ফয়সাল
গানের ইউটিউব লিংক : সেই তুমি চলে গেছো
সেই তুমি চলে গেছ
আবার ফিরবে কিনা
সে কথা আমায় তুমি বলে যাও নি
বলে যাও নি তুমি
সে কথা আমায় তুমি বলে যাও নি
সেই পথ ধরে হাঁটি ফুলবীথিকায়
যেদিকে তাকাই হায় স্মৃতিরা আমাকে কাঁদায়
সারা রাত জেগে থাকি
রাতের আঁধার যেন
করুণ বিষের মতো আমার হৃদয় জুড়ে
সারা রাত বেদনা ছড়ায়
কোথাও রাখি নি লিখে ঠিকানা তোমার
তুমিও যাও নি ফেলে পথের চিহ্ন কোনো
আজো পথে চেয়ে আছি
ভোরের কুয়াশা কেটে
হয়ত হঠাৎ তুমি আবছা ছায়ার মতো
ধীর পায়ে আসছো হেঁটে
০৬ ডিসেম্বর ২০২১
***
মেহেদীর গাওয়া গানের ইউটিউব লিংক : সেই তুমি চলে গেছো - মেহেদী
কথা ও সুর : খলিল মাহ্মুদ
কণ্ঠ : : মেহেদী
কি-বোর্ড : আজিমুল
বেস গিটার : প্রকাশ
লিড গিটার : সোহেল
অক্টোপ্যাড : মইনুল
তবলা : আল-আমিন
***
সেই তুমি চলে গেছো - খালি গলায়, খলিল মাহ্মুদ
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০২২ রাত ১:২১