ব্লগার স্প্যানকড-এর মগজে এখন টগবগ করে ফুটছে কবিতা। তিনি যা লিখছেন, তাই কবিতা হয়ে যাচ্ছে। তার কবিতাগুলো সাবলীল। ইতিমধ্যে তার একটা স্বতন্ত্র ও স্বকীয় ধারা তৈরি হয়ে গেছে ব্লগে, কবিতার পাঠক তার কবিতা পড়ে থাকলে সহজেই বুঝবেন।
স্প্যানকড-এর কবিতার ভক্ত আমি প্রথম থেকেই। যার কবিতা ভালো লাগে, তাকে শুরুতেই এ কথা বলে ফেলি এবং নিয়মিত তার কবিতা পড়তে থাকি। স্প্যানকড আমার নিয়মিত পাঠের মধ্যেই ছিলেন, যদিও সব সময় কমেন্ট করা হয় নি। তবে, তার কিছু কিছু ইমেজ মাঝে মাঝে দৃষ্টিকটু হয়ে যায়, সেটাও এ ফাঁকে বলে রাখলাম
তো, হঠাৎ তিনি এ পোস্টে আমাকে উদ্দেশ্য করে লিরিক শেয়ার করে ফেললেন। আমি যতগুলো গান এ যাবত সুর করেছি, আমার নিজের ও অন্যান্যদের, আমার বলতে দ্বিধা নেই, স্প্যানকড-এর লিরিক সেগুলোর মধ্যে একেবারে প্রথম কাতারেই স্থান পাবে। এ লিরিকের সাথে যথাযোগ্য মানের সুর তৈরি করতে পেরেছি কিনা জানি না, তবে শায়মা আপার মারফত জানা গেল, স্প্যানকড নিজেও একজন দরাজ গলার গায়ক। তিনি নিজেই এখন গেয়ে আমাদের সাথে শেয়ার করতে পারেন
রূপক বিধৌত সাধু ও মরুভূমির জলদস্যু - দুজনের দুটি কবিতা আমার পছন্দ হয়েছিল লিরিক হিসাবে। কিন্তু তা খুবই কঠিন আমার পক্ষে। পারব না সুর করতে, কিন্তু ভালো লাগাটা এ পোস্টে জানালাম।
কথা : ব্লগার স্প্যানকড
সুর ও কণ্ঠ : খলিল মাহ্মুদ
গিটার : বেবি লাবিব ও পাইলট (দুই সহোদর)
গানের লিংক : আবার এলেই কাছে
আবার এলেই কাছে দেব মেখে ধুলো
আবার এলেই কাছে খেয়ে নেব চুমো
যদিও বেলা শেষ
দিগন্ত টকটকে লাল
আবার এলেই কাছে ছুঁয়ে দেব গাল
আবার এলেই কাছে চিনিয়ে ছাড়ব চৈত্রের ঘ্রাণ
আবার এলেই কাছে এক সাথে ধরব গান
আবার এলেই কাছে সিনায় সিনায় লাগছে টান
আবার এলেই কাছে সিনায় সিনায় লাগছে টান
আবার এলেই কাছে
তোকে চিনিয়েই ছাড়ব
প্রেম মানে পরাণের গহিনে পরাণ
আবার এলেই কাছে দেব মেখে ধুলো
আবার এলেই কাছে খেয়ে নেব চুমো
আবার এলেই কাছে করব দুজন জোছনায় স্নান
আবার এলেই কাছে রাঙিয়ে দেব মলিন মুখখান
আবার এলেই কাছে
তোকে বলে দেব
কতটা অদরকারী হয়ে উঠছে সংবিধান
আবার এলেই কাছে দেব মেখে ধুলো
আবার এলেই কাছে খেয়ে নেব চুমো
যদিও বেলা শেষ
দিগন্ত টকটকে লাল
আবার এলেই কাছে ছুঁয়ে দেব গাল
০৬ মার্চ ২০২২
উৎসর্গ : জনাব গোফরান
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০২২ রাত ২:১২