কথা ও সুর : খলিল মাহ্মুদ
গিটার : সাইফ আল মাহমুদ পাইলট
লিংক : পাষাণ বন্ধুরে, ও নিঠুর বন্ধুরে
পাষাণ বন্ধু রে
নিঠুর বন্ধু রে
তোর মনে কি একফোঁটাও ভালোবাসা নাই রে
তোর বুকে কি আমার জন্য দয়ামায়া নাই রে
আমার বাড়ির পাশ দিয়া তুই ইশটিশনে যাস
চাইয়া থাকি আমার দিকে একটু যদি চাস
পরাণ আমার যায় যে ফেটে
তুই কি পাষাণ কালা
আমার মনের কথা কি তোর বুকে বাজে না রে
ঘুমের ঘোরে স্বপ্নে দেখি আমরা একসাথে
গাছের ডালে দোলনা বেঁধে দুলছি হাওয়াতে
হঠাৎ আমার ঘুম ভেঙ্গে যায়
জেগে দেখি হায় রে
আমায় ফেলে কোথায় যে তুই গেছিস পালাইয়া রে
৩১ জানুয়ারি ২০২২
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৪০