ঘরের দাওয়ায় বসে সুদূর সমুদ্রে উদাস দৃষ্টি ফেলে
উন্মন স্বরে আমায় সে শুধাতো - প্রতিসন্ধ্যায় এই নিমের তলে
আমাকে তুই কবিতা শোনাবি। তোর কবিতার পথে
হাঁটতে হাঁটতে ঝুলন্ত হাত ধরে আমায়
নিয়ে যাবি অরূপ ভুবনের সুরম্য গাঁয়ে, যেখানে দু:খ কিংবা
সুখ, প্রেম কিংবা অপ্রেমের গন্ধ নেই; আমি তোর
প্রেমিকা নই রে বাবু, সকল সম্পর্কের উর্ধ্বে
অসম্পর্কের গভীরে আমি মরে যেতে চাই অনিন্দ্য অরূপ ভুবনে।
তারপর হাসনাহেনার গন্ধ ছড়িয়ে অন্ধকারে উড়ে যেত অহনা
২৮ অক্টোবর ২০১৯