বৃক্ষরা মরে যায়, মাটিতে মজে যায়
বিশাল ফসিল
আজকের গান, আজকের কবিতা
হারিয়ে যাবে নিশ্চিত একদিন
যতটুকু ভালোবাসো আজকের দুপুরে
কিংবা বেসেছ গতকাল রাতে
এর কোনো সাক্ষী রেখেছ কি, অথবা চিহ্ন?
হয়ত ভুলে যাবে সবই আগামী প্রভাতে
তুমি তো জানো না
জানে এক তোমার হৃদয়
আমিও তেমনি কিছুই জানি না
আমাদের কে রাখে বেঁধে
অদৃশ্য সুতোয়
আমি শুধু দূর থেকে
তোমাকে দেখি
বাতাসে উড়ে আসে
চুলের সুবাস
রোদ হয়ে ভেসে থাকে
হাসির ফোয়ারা
ওড়নায় ডুবে যায়
হলুদ আকাশ
আমাকে উদ্দীপ্ত করে
তোমার হাসিমুখ
আমাকে জাগিয়ে তোলে
সমুদ্রের ঢেউ
আমাকে উদ্দীপ্ত করে তোমার কবিতা
ছোটো ছোটো পঙ্ক্তিকথা
আমাকে উদ্দীপ্ত করে তোমার প্রেষণা
রঙিন মলাটে টুকরো টুকরো প্রেম
আমার জীবনে আচানক তুমি
সুর-ছন্দের মনোজ্ঞ বাগান
আবার ইচ্ছে করে
হাতে নিই কবিতার খাতা
আবার ইচ্ছে করে ডুবে যেতে
যেখানে রাতভর অমর্ত্যের গান
আমার সাধ নেই আর কিছুতে
আর কিছুই জীবন বাঁচাতে পারে না
জীবন বাঁচাতে সুর চাই, এবং কবিতা
তোমার হাসিমুখ, গুচ্ছ গুচ্ছ তোমার প্রেরণা
৪ ডিসেম্বর ২০১৬