বলো তুমি রহস্যময়ী নারী,
কাকে তুমি ভালোবাসো সবচেয়ে বেশি?
সে তোমার মাতাপিতা? ভগ্নি? সহোদর?
নাকি নাড়িছেঁড়া সন্তান?
'এ ভুবনে আমার তো কেউ নেই-
বাবা-মা, বোন অথবা ভাই।
সন্তানের কথা বলছো? ওরা হলো
আল্লাহর দান; আল্লাহই ওদের ঘুম পাড়াবেন,
দেখাবেন বেহেশ্তের বাগান।'
তাহলে তোমার স্বামী? বন্ধু অথবা
গোপন কোনো প্রেমিক?
'আমাকে এমন কিছু শোনালে, আজ অবধি
যার কোনো অর্থ এবং মূল্য, কোনোটাই
আমার চিন্তায় হয় নি উদ্ভাসিত।'
কোথায় তোমার জন্মভূমি, গ্রাম, বা শহর,
আছে কি নদীর পাশে শীতল কোনো কুটীর?
'আমি জানি না, পৃথিবীর কোন কোণে এসবের অবস্থিতি।'
তাহলে তোমার রূপ-লাবণ্য, কাজলমাখা চোখ,
চুলের অন্ধকার - এসব কি তোমার প্রিয় নয়?
'হায়, এসব আমি খুব ভালোবাসি। কিন্তু জানো তো,
রূপ বা সৌন্দর্য খুবই ক্ষণস্থায়ী; দ্রুত সে চলে যায়
বিধাতার গোপন কৌটোয়, যেখানে তার কোনো মৃত্যু
বা বিনাশ নেই, সে অমর।'
সোনার গহনা? হীরা-জহরত তোমাকে উৎফুল্ল করে না,
হে রহস্যময়ী নারী?
'এসব আমি ঘৃণা করি খুব, যেমন তোমরা দুর্বৃত্তদের
ধারালো ছুরিকে খুব ঘৃণা করো, এবং ভয়।'
তাহলে বলো হে অদ্ভুত অচেনা নারী,
কী তুমি ভালোবাসো?
'আমি ভালোবাসি ঝরনার স্রোত,
পাহাড় গড়িয়ে পড়া জলপ্রপাত।
আমি ভালোবাসি ফুলের সুবাস,
যাতে নেই কোনো পাপ।
আমি ভালোবাসি পাখির হৃদয়,
উষ্ণ পালকে যারা আকাশে মেলে দেয় ডানা।
আমি ভালোবাসি উড়ন্ত রোদ, যারা ধাওয়া করে
ছুটে চলা মেঘ।
আমি ভালোবাসি বৃষ্টিতে ভিজে ভিজে ধানক্ষেতের
আল ধরে নিরুদ্দেশ হেঁটে যেতে।
আমার রয়েছে এক অনন্য কুটুম-
একমাত্র তাকে আমি ভালোবাসি,
সে আমার একমাত্র বিশ্বস্ত সঙ্গিনী।
সে আমার ছায়া।'
৭ ডিসেম্বর ২০১৬
*এই কবিতার ধাঁধাটা কী, আশা করি কাউকে বলে দিতে হবে না; কারণ, এটি একটি অতি কমন ধাঁধা।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২২