আগামী দিনের কাছে
একটি অন্ধকার দুপুরের সূর্যকে ঢেকে দিয়ে
দাঁড়ালো ঘড়ির কাঁটায়। পথের পালকে প্রজাপতি মেললো পাখা
পাখিদের পায়ে পায়ে
একটি ঝাঁঝালো দিনের গান সহসা থেমে গেলো তার কিছু আগে
আমাকে বনের হাওয়ারা চিরদিন ডাকে ওদের শরীরে মাখি রং
অনেক অনেক কথা জমা হয়ে গেছে, বর্ষারাতের জমেছে ইতিহাস
এবার আমাকে ফিরে যেতে হবে, নদীরা ভরে গেছে প্লাবনে
তোমারও যদি কিছু গান থাকে, তুলে রাখো, কোনোদিন শুনে নেব সঙ্গোপনে
৩ এপ্রিল ২০০৯
তাহাদের ইতিকথা
রাতভর তাস খেলে, জুয়া খেলে, মদ ছুঁতে ছুঁতে সরে আসে নারীর শরীর ভেবে
তারপর গলা ছেড়ে গেয়ে ওঠে বয়েতী গীত
তাহাদের কোনো দুঃখ ছিল না, নারীরাও দুঃখের মতো গাঙের তুফানে
ভেসে গেছে বহুকাল হলো। এসব শুধু
মরে যাওয়া পুকুরের নিভে যাওয়া ঢেউয়ের ইতিকথা
তারার স্বননে আলোরা নাচে জোনাকি ও ঝিঁঝিদের সাথে
পাপিষ্ঠ পাখিদের মুমূর্ষু চোখ নেশা ও জিঘাংসায় জ্বলেপুড়ে ছারখার
আমাদের তাহারা ভুলে গেছে গাছেদের ঋণ, জ্বলিবার স্বাদ। এসব শুধু
মরে যাওয়া পুকুরের নিভে যাওয়া ঢেউয়ের ইতিকথা
৬ এপ্রিল ২০০৯