বুদ্ধিমান ধাঁধাখোর ও যাঁরা পাটিগণিতে দক্ষ, এ ধাঁধাটা তাঁদের জন্য।
মফিজ সাহেব প্রতি কাঠা ৩ লাখ টাকা দরে ৫ কাঠার একটা প্লট কিনেছিলেন। কিন্তু তাঁর হাতে প্রয়োজনীয় ১৫ লাখ টাকা ছিল না। ফলে টাকা সংকুলানের জন্য তিনি নিচের পন্থা অবলম্বন করেছিলেন :
ক) তাঁর ১০ লাখ টাকার একটা এফডিআর ছিল, যার সুদের হার ১২.৫% বাৎসরিক চক্রবৃদ্ধি; মফিজ সাহেব তা ভাঙ্গিয়েছিলেন।
খ) বাকি ৫ লাখ টাকা তিনি লোন গ্রহণ করেছিলেন। লোন গ্রহণের ১৫ মাস পর থেকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে কিস্তিতে লোন পরিশোধ করতে হয়েছিল। লোন গ্রহণের দিন থেকে ৫ বছর শেষে লোনের পাওনা সমুদয় টাকা একসাথে ফেরত প্রদান করতে হবে। লোনের সুদের হার ১ম ১৫ মাসের জন্য ১১% বাৎসরিক ভিত্তিতে চক্রবৃদ্ধি; ১৬তম মাস থেকে ১১% হারে মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি।
০১ জুন ২০০৫ তারিখে মফিজ সাহেব এফডিআর ভাঙ্গিয়েছিলেন, একই তারিখে ৫ লাখ টাকা লোন নিয়েছিলেন, একই তারিখে ৫ কাঠা জমি ক্রয় করেছিলেন। ০১ জুন ২০১০ তারিখে লোনের পাওনা টাকা সুদ সমেত ফেরত প্রদান করতে হবে; কিন্তু তাঁর কেনা প্লটটি বিক্রি করে দেয়া ছাড়া গত্যন্তর নেই, কারণ তাঁর আর কোনো ক্যাশ টাকা নেই।
প্রশ্ন :
প্লটটা কাঠা প্রতি কতো টাকা দরে বিক্রি করলে তাঁর ১০০% লাভ হবে?
সবগুলো ধাঁধা ও কুইজের লিংক :
স্যাম লয়েডের ধাঁধা : মুরগির ব্যবসা
একটি জটিল পাটিগণিতীয় ধাঁধা
বাচ্চাদের পাজ্ল; বড়রা কতোটুকু পারদর্শী?
বুদ্ধিমানদের জন্য ধাঁধা
জটিল কুইজ : ক্রিকেট আর ফুটবল টুর্নামেন্টে প্রতিযোগী দলগুলোর স্থান নির্ধারণ
এবার একটা ক্রিকেটিয় কুইজ
অঙ্ক নিয়ে স্যাম লয়েডের ধাঁধা : খামখেয়ালি শিক্ষক
একটি পাটিগণিতীয় ধাঁধা
তৈলাক্ত বাঁশ ও বানরের পাটিগণিত। প্রাইমারি লেভেলের এই অংকটি এখন কি কষতে পারবেন? চেষ্টা করে দেখুন পারেন কিনা
একটি ধাঁধা, যার উত্তর মিলাতে পারছি না বহুদিন ধরে
এই পোস্টটা ধাঁধাখোরদের জন্য
গোলক ধাঁধা
ধাঁধা নয়, প্লিজ উত্তর দিন
স্যাম লয়েডের ধাঁধা : তিনটি রুমাল
এই পোস্টটা ধাঁধাখোরদের জন্য (রিপোস্টপুঞ্জ)
আরেকটা পুরনো ধাঁধা, দেখুন তো কতোটুকু সহজ
একটা পুরনো ধাঁধা, দেখুন তো কতোটুকু সহজ
সবগুলো ধাঁধা ও কুইজ