পুরস্কার
৫০০ টাকার ফ্লেক্সিলোড সঠিক উত্তর দানকারী প্রথম ব্যক্তির জন্য। তিনি নিতে না চাইলে পরবর্তী সঠিক উত্তর দানকারী একজন ব্যক্তিকে দেয়া হবে। কেউ নিতে না চাইলে নেভার মাইন্ড
ধাঁধা
কিছুক্ষণ আগে একটা ধাঁধার গল্প পোস্ট করা হয়েছিল, যা নিচে দেয়া হলো।
যাঁরা ওটা কপি করে রেখেছেন বা স্ক্রিনশট রেখেছেন তাঁরা গল্পটা আরেকবার পড়ে নিতে পারেন। আর যাঁরা তা করেন নি, তাঁরা স্মৃতি রোমন্থন করতে থাকুন। তারপর আপনারা এই সহজ ধাঁধাটার উত্তর দিন :
গল্পে মোট কয়টি রেলওয়ে স্টেশনের উল্লেখ ছিল?
গল্প
কয়েক বন্ধু প্ল্যান করলো তারা কক্সবাজার ভ্রমণে যাবে। সবকিছু আয়োজনের সার্বিক দায়িত্ব হেলেনার উপর। সে সবার সাথে যোগাযোগ করে ১১ জনের নাম পেলো। যাবার দিন সন্ধ্যায় এক বন্ধু ফোন করে জানালো সেও সস্ত্রীক যোগ দেবে।
ট্রেনে উঠে সবাই হতবাক- তাদের স্কুলজীবনের দু ক্লাসমেট হেনা আর রবি খুব হাসিখুশি ভাবে পাশাপাশি বসে আছে। খবর হলো- ওরা দীর্ঘ ১১ বছর প্রেম করার পর গত মাসে বিয়ে করেছে এবং আজ রাতে ওরাও যাচ্ছে কক্সবাজারে, হানিমুনে।
কমলাপুর থেকে রাত ১১ টায় ট্রেন ছাড়লো। ওরা কয়েকজন জম্পেশ আড্ডা দিতে দিতে চললো রাতের ট্রেনে।
ঘণ্টাখানেক পর পরের স্টেশনে উঠলো হীরা আর মহিন। কিন্তু কী এক অজ্ঞাত কারণে নেমে গেলো নীলা ও ওর স্বামী।
এর পরের স্টেশন থেকে শেনাজের ওঠার কথা ছিল, কিন্তু ওর কোনো পাত্তা পাওয়া গেলো। ছেলেটা খুব হাড়কিপ্টে, একটা পয়সাও খরচ করতে চায় না। অথচ সবাই আশা করেছিল খরচের সিংহভাগটা ওর পকেট থেকেই বের হবে। সবাই খুব বকতে শুরু করলো শেনাজকে।
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এর পরের স্টেশন থেকে ট্রেনে উঠে পড়লো শেনাজ।
সকাল ৬টায় চিটাগাং রেলওয়ে স্টেশনে ট্রেন থামলো। দলে ১১ জন থাকার কথা ছিল। ১১ জন কি আছে? হেলেনা সবার মাথা গুনতে শুরু করলো।
____________________________
গল্পটি পেস্ট করা হলো উপরে। এবার মিলিয়ে দেখুন নিজের উত্তর।
সবগুলো ধাঁধা ও কুইজের লিংক :
স্যাম লয়েডের ধাঁধা : মুরগির ব্যবসা
একটি জটিল পাটিগণিতীয় ধাঁধা
বাচ্চাদের পাজ্ল; বড়রা কতোটুকু পারদর্শী?
বুদ্ধিমানদের জন্য ধাঁধা
জটিল কুইজ : ক্রিকেট আর ফুটবল টুর্নামেন্টে প্রতিযোগী দলগুলোর স্থান নির্ধারণ
এবার একটা ক্রিকেটিয় কুইজ
অঙ্ক নিয়ে স্যাম লয়েডের ধাঁধা : খামখেয়ালি শিক্ষক
একটি পাটিগণিতীয় ধাঁধা
তৈলাক্ত বাঁশ ও বানরের পাটিগণিত। প্রাইমারি লেভেলের এই অংকটি এখন কি কষতে পারবেন? চেষ্টা করে দেখুন পারেন কিনা
একটি ধাঁধা, যার উত্তর মিলাতে পারছি না বহুদিন ধরে
এই পোস্টটা ধাঁধাখোরদের জন্য
গোলক ধাঁধা
ধাঁধা নয়, প্লিজ উত্তর দিন
স্যাম লয়েডের ধাঁধা : তিনটি রুমাল
এই পোস্টটা ধাঁধাখোরদের জন্য (রিপোস্টপুঞ্জ)
আরেকটা পুরনো ধাঁধা, দেখুন তো কতোটুকু সহজ
একটা পুরনো ধাঁধা, দেখুন তো কতোটুকু সহজ
সবগুলো ধাঁধা ও কুইজ