৫
তুমি কি তোমার কবিকে বিলকুল ভুলে যেতে চাও?
তাহলে নিষ্ঠুর প্রেম শেখালে কেন? যেটুকু দিয়েছিলে ফিরিয়ে নিয়ে যাও।
২০০৬ এর ১৭ ফেব্রুয়ারি শুরু। ২০০৮-এ এসেও দেখি,
তুমিই অদ্বিতীয় নান্দনিক গুরু।
৩১ মার্চ ২০০৮
৬
মন খুব খারাপ। কখনো কখনো মনের ভেতর
একা হয়ে পড়ি। খুব অসহায় বোধ হয়।
তখন তাহাকেই ডাকি, যার সাথে যোজন যোজন দূরত্বে শতাব্দীর পরিচয়।
৩১ মার্চ ২০০৮
৭
আমি বেঁচে থাকি তোর নিঃশ্বাসে
প্রেম বেঁচে থাকে শুধু বিশ্বাসে
ঘুমে-জাগরণে, কাজে-অবকাশে
সবখানে দেখি তোর মুখ ভাসে।
তুই আমার সোনা, বিশ্ব-বিভূঁই
এ কোন্ অন্ধ প্রেম দিলি তুই?
০১ এপ্রিল ২০০৮
৮
মাঝে মাঝে অস্থির হয়ে উঠি আজকাল, তখন সান্ত্বনা খুঁজি
আমার ডিপ্রেশনকাল চলছে এখন। কতো যুগ চলবে কে জানে?
আপনি আমার ঘরের বাইরে নিকটতমা।
...আর কাউকে জ্বালাবো না,
এটাই পণ। আপনার নাম্বারটাও মোবাইল থেকে ডিলিট করবো এখন।
আপনাকে অহরহ মনে পড়বে। খুব ছটফট করবো আপনার নাম্বার নেই বলে।
তারপর কোনো একভাবে কোনো একদিন আপনাকে
আবারও খুঁজে বের করবো। কতোদিন পর?
জানি না উত্তর।
০২ এপ্রিল ২০০৮
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৫২