বিবর্ণ অন্ধকারের গহিনে দেখি প্রস্ফুটিত আলোর ঝিলিক
প্রকাশিত হবে নাকি, বিবর্তীত হয়ে শেষে হতাশার দিক?
ভাবনার অন্তরালে দেখি চেয়ে কত কত আশা দীপ জ্বলে
হবে নাকি এ সফল ভাবি বসে একা একা মহাকৌতুলে!
মিথ্যা এখানে সবাই বলে লজ্জা নেই কারো অনুমাত্র মনে
লুটেরা সবাই তারা পুরাদস্তু দেখা যায় সব জনে জনে
মালিকের অধিকার কেড়ে নেয় তারা সামনে বসে তার
এটাই তাদের বড় গুণকীর্তি উন্নতির অনবদ্য শ্রেষ্ঠ উপহার।
একদা অনেক ছিল বেশুমার মনটান ভক্তি তাদের প্রতি
এখন তা’ উবে গেছে, অনেকটাই বদলেগেছে পুরো মনগতি
প্রতারক মনে হয় সব চেহারার সব লোক যে দিকে তাকাই
হায়, আর কোথাও এখন বুঝি কোন ভাল মানুষেরা নাই!
আমরা আম জনতা বিলিয়ে সকল দেব কেড়ে খাবে তারা?
আনন্দে ওদের সব হয়ে আছে যেন কোন মহাসুখে মহা আত্মহারা
ওরা হাসে আমাদের অধিকার কেড়ে নিয়ে মহাদোস্ত হয়ে কাজে
আর আমাদের হৃদয়ের তারে তারে দুঃখসুর শুধু অমলিন বাজে।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৭