কিচ্ছু যখন ভাল্লাগেনা করব তখন কি?
গোমরা মুখে একলা বসে চুপমেরে থাকি
নীতির ক্ষেতে চাষ হয়েছে ফসল কিচ্ছু নেই
ভয়ের ক্ষেতের ফসল ভারি সাথে থাকছেই।
শিক্ষা এখন বন্ধী আছে চোরের কারাগারে
বিবেক সেথা বন্ধী থেকে কান্দে বারে বারে।
হাঁড় পিটুনি খাবে কেউ সত্যি যদি বলে
এমনভাবে আটকা মানুষ এখন গেঁড়াকলে।
মুক্তি কোথায় মুক্তি কোথায় শেকল পরা হাতে
চলছে খুঁজে মানুষেরা এখন দিনে রাতে।
বন্ধ খাঁচায় আটকে আছে সবার স্বাধীনতা
সে কারণে জমেছে মনে গভীর নিরবতা।
বিঃদ্রঃ একটা শ্রোগানের কথা তীব্রভাবে মনে পড়লো, ‘হীরো আলমের কিছু হলে জ্বলবে আগুন পাকের ঘরে’ কারণ পাকের ঘরে আগুন না জ্বললে খাব কি? কবিতাটা হীরোর জন্য উৎসর্গ। এদেশে কেউ বিশ্ব বেহায়া, কেউ সৌরজাগতিক বেহায়া। আর কেউ মহাজাগতিক বেহায়া। তাদের সবার থেকে হীরো উত্তম।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৯