ছন্দগুলো মন্দ নয় বন্ধ দুয়ার খোলা
ফুরফুরে বাতাসেতে চুলগুলো উড়ে
জানালায় বসে দেখে আকাশের নীল
ঠোঁট বেয়ে কবিতারা নেমে আসে নীচে।
শান্তচোখে শান্তি যেন উপচে পড়া ভীড়
উঠনে বাগান আছে ফুলগুলো দোলে
মালঞ্চে রয়েছে বসা দুটি হলদে পাখি
‘বউ কথা কও’ বলে তারা নিরবতা ভাঙ্গে।
লাজুক নয়ন ফিরে আঁকাবাঁকা পথে
অলিগলি সেথা সব আছে পরিপাটি
হৃদয়ের বাঁকে বাঁকে ছোট নদী বয়
দেখে সেথা বহে জল কুলে কুলে ভরা।
‘বউ কথা কও’ পাখি বলে চলে
খানিক কবিতা পড়ে, বউ চুপ চাপ
কুমারী মেয়েকে বউ পাখি বলে যায়
তার সাথে সে শব্দের মিল সুন্দর।
মানুষ কখনো যেন ফুল হয়ে যায়
নজর সেথায় যেন জমে থাকে খুব
গোলাপরাণীও তাতে তুচ্ছ মনে হয়
কবি বলে সুন্দর তাই চেয়ে থাকি।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০০