মুসলিম কেন এত দল? তারা সঠিক হলে তারা এক দল নয় কেন? মানুষ কেন এত দল? তারা সঠিক হলে তারা এক দল নয় কেন? মুসলিম না হয়ে আপনি অমুসলিম না হয় হলেন কিন্তু মানুষ না হয়ে আপনি কি হবেন? আকৃতিতো বদলাতে পারবেন না! কাজেই মুসলিম বহুদল হওয়ার কারণে মুসলীম না হওয়া বা মুসলিম না থাকার সিদ্ধান্ত সঠিক হতে পারেনা।
মুসলিমের কোন দলে যোগ দেব অথবা কোন দলে থাকব? মানুষের কোন দলে যোগ দেবেন অথবা কোন দলে থাকবেন? মানুষের যে দল ভাল লাগে আপনি মানুষের সে দলে যোগ দিবেন অথবা মানুষের সে দলে আপনি থাকবেন? তাহলে মুসলিমের যে দল আপনার ভাল লাগে সে দলে আপনি যোগ দিবেন অথবা সে দলে আপনি থাকবেন। যে দল ভাল লাগে সে দল বেঠিক হলেও কি তাতে যোগ দিতে হবে অথবা সে দল বেঠিক হলেও কি তাতে থেকে যেতে হবে? মানুষের যে দল ভাল লাগে সে দল বেঠিক হলেও কি তাতে যোগ দিতে হবে অথবা সে দল বেঠিক হলেও কি তাতে থেকে যেতে হবে? মুসলিমের কোন দল সঠিক? মানুষের কোন দল সঠিক? পরখ করে নির্ণয় করতে হবে মানুষের কোন দল সঠিক। পরখ করে নির্ণয় করতে হবে মুসলমানের কোন দল সঠিক। সবাইতো নিজ দল সঠিক বলে। তো তারা কি আপনার দল সঠিক বলবে? তো আমি এখন কি করব? সেটাতো আপনি বলবেন যে আপনি এখন কি করবেন? আপনি আমাকে কি করতে বলেন? তার আগে বলুন আপনি আমাকে কি করতে বলেন। আসুন আপনি আমার দলে আসুন দু’জন এক সাথে এক দলে থাকি। আমিও বলি আপনি আমার দলে আসুন দু’জন এক সাথে এক দলে থাকি। ধুর বাসায় যাই ভেবে চিন্তে ঠিক করতে হবে কোন দলে যোগ দিতে হবে অথবা কোন দলে থেকে যেতে হবে। আমারো সেই এক কথা ভেবে চিন্তে ঠিক করতে হবে কোন দলে যোগ দিতে হবে অথবা কোন দলে থেকে যেতে হবে।তখন অন্তত বলা যাবে সঠিক দলে যোগ দেওয়ার বা সঠিক দলে থাকার চেষ্টাতো করেছি। এ বিষয়ে আপনার সাথে আমারো সহমত।
অনেক ভেবে চিন্তে অবশেষে তিনি বললেন, আমার মত আমি সঠিক বলি কেমন করে? আসলে সবার মত সঠিক। কাজেই যার যে মত ইচ্ছা সে মত সে অবলম্বন করুক। সবার মত সঠিক? এক জন বলল সৃষ্টিকর্তা বলে কিছুই নেই। অন্য জন বলল সৃষ্টিকর্তা আছে। আছে অথবা নেই এ দু’টো কি এক সঙ্গে সঠিক? তবতো দেখি আরো ভাবতে হবে। ভাবুন আরো ভাবুন ভেবে চিন্তে সঠিক কথা বলুন। কারণ বেঠিক কথা কেউ গ্রহণ করতে চায়না।
আপনি কি জানতে পেরেছেন, মুসলিম কেন এত দল? আপনি কি জানতে পেরেছেন, মানুষ কেন এত দল? মানুষ যে মত যে পছন্দ করে সে মত সে পোষন করে এভাবে মানুষ বহু দল হয়ে যায়। মুসলমান যে মত যে পছন্দ করে সে মত সে পোষন করে এভাবে মুসলমান বহু দল হয়ে যায়।
সঠিক তবে কোন দল? সেইটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে। কিন্তু এক দলকে সঠিক আরেক দলকে বেঠিক বললেইতো মারামারি ধরাধরি শূরু হবে। তারচে বরং আপনার দল বিভাবে সঠিক সেটা খুঁজে বের করুন। নিজের দলকে সঠিক না পেলে কোন দল সঠিক সেটা খুঁজে বের করুন। এরপর সঠিক দলে থাকুন অথবা বেঠিক দল ছেড়ে সঠিক দলে যোগদান করুন। কোন্দল কিছুতেই করবেন না।
সংগত কারণে সঠিক দলে যোগ দিতে হলে অথবা সঠিক দলে থাকতে হলে পরখ করে জেনে নিতে হবে কোন দল সঠিক। তথাপি যদি ভুল হয়? যতটুকু সাধ্য ততটুকু চেষ্টা করতে হবে। সাধ্যের বাইরে কারো কোন কিছু করার নেই।
বিঃদ্রঃ ‘ইসলামের সঠিকতার অকাট্য প্রমাণ’ গ্রন্থের একটি অধ্যায় হিসেবে লেখাটি লেখা হয়েছে।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৪