একটা আশাহত জাতি দেখে
এখনো পরের ঘরে দীপশিখা জ্বলে
নিজের ঘর আঁধার জনারণ্যে
মৃতপ্রায় মনে কাটে নির্জীব জীবন।
এখানে সমস্যা আদিগন্ত
কেউ জানেনা সমাধান কোথায়?
বেকারের চোখে ধোঁয়াশা
মনে হয় মরেগেলে বাঁচি।
মানুষেরা ভিটেমাটি ছেড়ে
একটু আলোর খোঁজে চলে যায় তেপান্তরে
একটু দীপশিখা চাই জীবনের জন্য
আর সবার অনুরূপ আলো ঝলমল
যেথায় উড়বে সুখের প্রজাপতি রঙ্গিন পাখায়।
ওদের জিগ্যেস কর ওরা
নিজের ঘরে জ্বালাতে দীপশিখা
তেপান্তরে গিয়েছে ।
আঁধারে দম বন্ধ হয়ে তাদের এ যাত্রা
ওদের ভুল বুঝলে ওদের মনে কষ্ট হয়
পরবাসে ওরা নিজের মানুষের কথা ভাবে।
দুঃখের আধারে বেঁচে থাকা অর্থহীন মনে হয়
সুখের পাখি হারিয়েছে কোন অরণ্যে
মানুষেরা খুঁজে পায়না সে পাখি।
একজন শিকারী চাই আমাদের
ভোটের হাওয়ায় যে আসবে দৃঢ় পদক্ষেপে
সুখের হারানো পাখি ফিরিয়ে আনতে।
না পাওয়া দীপশিখা এখন অনেক কাম্য
অন্যদের মত দীপ্তি ছড়ানো
জানিনা আসবে কিনা তেমন কোন এক দিন
তথাপি সে দিনের প্রতিক্ষায় থাকি
আশা করতে ভালবাসি বলে।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮