ঘটনার ঘোড়াগুলো দাপিয়ে বেড়ায়
যে বুক ফুলিয়ে হাঁটে সে পালিয়ে বেড়ায়
সময়ের কাছে মানুষেরা অসহায়।
বহুজন ছিল যারা আজ মৃত
নতুনের পদভারে হারায় পুরান
আরো কেউ আসবে এদের বিদায় জানাতে।
কে বলে কি বলে শুন
তারপর ভাব কোথায় কি লাভ আছে
নিজের জন্য যেটুকু পার করবে অর্জন।
ভাবনার গভিরে ঢুকে দেখ তুমি একা
কেউ আসে কেউ যায় কিছুক্ষণ সাথে থাকে
তোমার পুরনো বন্ধুরা আজ কোথায়?
এখানে তামাশা চলে তুমি যার দর্শক
এক দিন অন্যেরা তোমার দর্শক হবে
হয়ত কাঁদবে এরপর ভুলে যাবে কর্মব্যস্ততায়
তোমার সম্পদের হবে অন্য মালিক।
এভাবেই ঘটনার পাগলা ঘোড়া দাপিয়ে বেড়ায়
সময়ের স্রোতে ভেসে যায় সব কিছু
কে কখন কোথায় যায় কে রাখে খবর?
ভাবলে অনেক কিছু, না ভাবলে কিছুই না।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৩