শব্দেরা নিঃশব্দে আসে
মানবিকা তুমি দেখনি তাদের
যারা এসে ছিল কোন এক তারা ভরা রাতে
তাদের ছায়া দেখে তুমি জ্ঞান হারালে
প্রিয়জনকে হারাবার চিত্র না দেখার ভয়ে।
সে মরেনি
এখনো বেঁচে আছে অন্য কোন ঠিকানায়।
তাহলে তোমার জ্ঞান হারানো নিরর্থক ছিল
তা’ ভেবে তুমি এখন নির্বাক!
তোমার শব্দরা এখন নিঃশব্দে আসে
কেউ শুনে না তোমার যন্ত্রণার কথা।
মানবিকা
তোমার ভালবাসার মর্ম যে বুঝেনি
তুমি তাকে দিলে
সে অমূল্য রত্ন যে এর মূল্য বুঝেনি।
অনেকটা আমার মতন
আমার শব্দরা তোমার নিকট নিঃশব্দে আসে
তুমি শুননা।
আমার মানবিকা নির্বাক অন্যের জন্যে
আর আমি বসে দিন গুণি মানবিকা শুধু তোমার জন্যে।
তুমি বুঝনা
কি করে তোমায় বুঝাই জানিনা।
আমার সময় নিঃশব্দে কোথায় যেন হারিয়ে যায়
ক্রমাগত হারানো সময়ের বেদনায়
আমি নিশ্চুপ বসে থাকি একা
তুমিও একা
একাকিত্ব ঘুচলনা আমাদের!
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০৩