তিনি নিজেই নিজের গাড়ি চালান। সঙ্গে থাকেনা কোন গাড়িচালক কিংবা দেহরক্ষী।
ওয়ারেন বাফেটের নেই কোন প্রাইভেট জেট বিমান। কিন্তু তার বিনিয়োগ প্রতিষ্ঠানই বিশ্বের বৃহত্তম বিমান প্রতিষ্ঠানের মালিক।
লোক দেখানো সামাজিকীকতা কিংবা সমাজের বিত্তবান মানুষদের সাথে মেলামেশা করতে তিনি প্রয়োজন বোধ করেন না। অবসর সময়ে দেখেন টিভি, সঙ্গে থাকে পপকর্ন।
যুবক ও যুবতীদের প্রতি তার উপদেশঃ
১) টাকা দিয়ে প্রতিষ্ঠিত হওয়া যায়না। প্রতিষ্ঠিত হয়ে টাকা উপার্জন করা যায়।
২) যত পারো, সাধারণভাবে জীবন যাপন কর।
৩) লোকের কথামতই সব কিছু করতে হবে এমন কোন নিয়ম নেই। সবার বক্তব্যই শোনো ও মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন কর, কিন্তু কাজ কর নিজের বুদ্ধি-বিবেচনা ও ইচ্ছা অনুযায়ী।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১২ রাত ১০:৪৯