সেই জায়গাটা এখনো একই আছে, সেই গলি টা ও একই রকম আছে, ফ্লাটাও পড়ে আছে অগোছালো ভাবে।শুধু বদলে গেছে আশে পাশের মানুষ আর মানুষ গুলোর মন।
মনের অনেক দরজা আছে সেখান দিয়ে অসংখ্য জন প্রবেশ করে এবং বের ও হয়ে য়ায।
মনের দরজা দিয়ে এখনো দুটি চোখ বের হয়ে যায়নি।
আমার মনে পড়ে এখনো ঝাপাসা দুটি ঘোলাটে চোখ
মানুষ গুলো সব বদলে গেছে, ভুলিনি এখনো ঘোলাটে দুটি চোখের কথা।।।।
এখনো কি তুমি আগের মতো তারার পানে চেয়ে থাকো? এখনো কি তুমি চাঁদের সাথে তুলনা করো? এখনো কি তোমার আকাশে আমাকে নিয়ে জোসনা ছড়ায়?
আমি জানি তুমি আছো তোমার পৃথীবি নিয়ে সেই পৃথীবি তে সবাই আছে শুধু আমি নেই।
বলতো কতো দিন পথ হয়নি চলা এক সাথে,
কতো দিন দেখিনি তোমার সেই ঘোলাটে দুটি চোখ।
বলতো কতোদিন হবে?
সত্যি কি তুমি ভালো আছো? তোমার নিজের ছোট পৃথীবি নিয়ে যেই পৃথীবি তে সবাই আছে শুধু আমি নেই। অনেকটা সময় পার হয়ে গেছে নিরাশার সময় আমাকে গ্রাস করেছে।
আমি প্রতিদিন একি পথ দিয়ে চলাফেরা করি প্রতিদিন খুঁজে ফিরে আমার দুটি চোখ, সেই দুটি ঘোলা চোখ জোড়া, এখনো স্বপ্ন দেখি এখনো আশায় থাকি, কতোদিন হয়নি একসাথে চলা কতোদিন হয়নি এক সাথে জোসনা দেখা, কতোদিন দেখিনি তোমার ঘোলাটে চোখ জোড়া, তোমার চোখ দিয়ে তারা ভরা আকাশ দেখা, কতোদিন তোমার চোখে চোখ রাখিনা..... বড় ইচ্ছে করে আবার আমি আমার হতে। তোমার হাতে হাত রেখে আবর নতুন করে পথ চলতে।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৮