প্রচন্ড জ্বর । মনে হচ্ছে জ্বর টা আরো বেড়েছে ,
মাথা তুলতে পারছি না ।
জ্বরের ঘোরে তিব্র লাশের গন্ধ পাচ্ছি । সত্যি পাচ্ছি ।
যেই দিকেই যাচ্ছি গন্ধটা ও আমার পিছু ছাড়ছে না ।
ঝাঁঝালো গন্ধ । আচ্ছা লাশের কি নিজস্ব কনো গন্ধ আছে? আমি তো কনো পঁচা গন্ধ পাচ্ছিনা তিব্র ঝাঁঝালো আতর লবানের গন্ধ পাচ্ছি । গন্ধটা মাথা আরো ধরে যাচ্ছে ।
মানুষ মরে গেলে কি লাশ হয়ে যায়? তাকে লাশ কেন বলা হয় ? সে তো মানুষই ছিল ।
যে মানুষটার সাথে তুমি এক ঘন্টা আগেও ছিলে
তুমি মরে গেলে সে কি বলবে ..... লাশটা ওই ঘরে রাখা
আছে।
না আর পারা যাচ্ছে না গন্ধটা তিব্র থেকে তিব্রতর হচ্ছে ।
(লিখাটা নিজের মনের গহীনের থেকে নেওয়া )..