গণদের দিকে বাড়িয়ে দিয়েছি লেমন স্কোয়াশ
তারা ক্লান্ত হয়ে এসেছে
তাদের ক্লান্তির পূর্বপুরুষ ছিলো যুদ্ধফেরৎ—
হাতে ছিলো একটি সবুজ ফুল
ফুলের অলিতে-গলিতে আমাদের ভ্রমণ মোহন রিকশায়
গণদের ডেকেছি ‘উড়ুক্কু’ বলে
গণরা হয়ত জানে না— তাদের পাতালে হাত দিয়ে
আমরা বের করে আনতে পারি দায়দালুসের মোম
তারা না-জানলেও আমরা জানি, চলবে এতেই
গণদের দিকে বাড়িয়ে দিয়েছি লেমন স্কোয়াশ
তারা ক্লান্ত হয়ে এসেছে
‘তারা ছাড়া আর কোনো বিকল্প নেই’ বলেছি গণধর্ষিতাকে।
১-১-১৯