আচ্ছা... আমার পরে এখন
আচ্ছা ....
আমার পরে এখন
যে তোমার অনেক আপন
তার সাথে তোমার কি ঝগড়া হয়?
আচ্ছা...
আমার পরে এবার,
যে প্রিয় মানুষ তোমার
তার ও কি গাল টা টেনে দিতে রোজ ইচ্ছে হয়?
তাকে ও কি প্রথম ছুঁয়েছো পুরনো সেই কৌশলে,
ঠোঁটের কাছেই লাগা অদৃশ্য ময়লা মোছার ছলে,
মোলায়েম!
তাকে ও কি বলেছিলে, সে তোমার প্রথম প্রেম?
আহা প্রথম প্রেম,
তুমি হয়ে রি-মেইক
আমার কাছেই শুধু আসলেনা বার-তিনেক !
ভীষণ বই পড়ুয়া, ভীষণ আবেগে ধোয়া
সেও কি ভীষণ আনমনা,
আমার পরে এখন যে তোমার যাদু সোনা ?
ভীষণ বৃষ্টি প্রিয়, চরিত্রে অদ্বিতীয়
সইছেকি জীবনের গঞ্জনা,
আমার পরে এখন যে তোমার যাদু সোনা ?
তার গালেওকি ঠোঁট ছুঁইয়েছো নিরলে-
হোঁচট খেয়ে অনিচ্ছায় গায়ে ঢলে পড়বার ছলে আহা হা ?
তাকেওকি বলেছিলে, সে তোমার প্রথম ভালোবাসা ?
আহা ভালোবাসা
তুমি হয়ে রি-মেইক
আমার কাছেই শুধু আসলেনা বার-তিনেক !
আমার এ গান লেখার ইতিহাসটা বেশ মজার ছিলো। কোনো এক বিশেষ কারনে এবং একের পর এক বন্ধুদের ব্রেক আপ। আমি তখন নিজের মত নিজে। বেশ কিছু নির্ঘুম রাত একা একা কাটিয়ে ফেলেছি। একা একাই হাঁটি। বুকের মাঝে প্রায়ই দলা পাকানো শূন্যতাবোধ। এমনি একদিন চলার পথে পাশ দিয়ে হেঁটে যাওয়া এক পথচারীকে বলতে শুনলাম, "হুম তোমাদের প্রথম প্রেম তো বার বার ফিরে আসে।" বুকের মাঝে মুচড়ে উঠলো, অমনি মাথায় আসলো- আহা প্রথম প্রেম, তুমি হয়ে রিমেইক, আমার কাছেই শুধু আসলেনা বার তিনেক। ব্যাস বাড়ি ফিরে আর একটি রাত জাগা ফসল। একে একে সুর দেওয়া। বন্ধুর গলায় তুলে দেওয়া।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৭