কোনো ব্যাটসম্যানের আউট হওয়ার সম্ভাবনা তৈরি হলে আম্পায়ারের উদ্দেশ্যে বোলার ও ফিল্ডারগণ দু হাত উচিয়ে চিৎকার করে উইকেট দাবী করে। ক্রিকেটের ভাষায় এই চাওয়াটাকে বলা হয় আপিল। ক্রিকেট আইন অনুযায়ী আপিল না করা হলে আম্পায়ার নিজ থেকে আউট দিতে পারেন না।
ব্যাটসম্যানকে আউট করার উদ্দেশ্যে বোলার ও ফিল্ডারদের আপিলের ভাষা হলো 'হাউজদ্যাট' শব্দটি। 'হাউ ইজ দ্যাট' এর সংক্ষিপ্ত রূপ 'হাউজদ্যাট' জোরে উচ্চারণের মাধ্যমে আপিল করা হয়।
তবে আমাদের বাঙ্গালীদের নিজস্ব একটা আপিলের ভাষা আছে। আর সেটা হলো 'আউদ্দে'। 'আউট দে' এর সংক্ষিপ্ত রূপ 'আউদ্দে' জোরে উচ্চারণের মাধ্যমে আমরা আপিল করে থাকি।
আপিল করার জন্য বিশ্বের বিভিন্ন দেশে নিজস্ব ভাষা রয়েছে। তবে আমাদেরটাই সবচেয়ে বৈচিত্রপূর্ণ। "আউদ্দে" শব্দটিকে ঘিরে রয়েছে বাঙ্গালীর ক্রিকেটের হাজার হাজার অনুগল্প। যারা ক্রিকেট ভালবাসেন তাদের প্রত্যেকের এই শব্দটিকে ঘিরে রয়েছে শৈশব কৈশরের কোনো ক্রিকেটীয় স্মৃতি।
মাঠে, শুকনো বিলে, পার্কে - ক্রিকেট খেলা যেখানেই হোক, সেখানে সমস্বরে শুনতে পাওয়া যায় 'আউদ্দে' কিংবা 'আউট দে'।