ডিসক্লেইমারঃ একান্তই নিজের ব্যাক্তিগত হাবিজাবি লেখা , পইরা দুক্ষ, কষ্ট , রাগ, ভালোবাসা জাই লাগুক , কিসসু করার নাই ।
ফেস্বুকের আওলিয়া নামে উনি বেয়াফুক পরিচিত । উনার নাম নিলাম নাহ, তাইলে আবার ভাবতারে আমি হিট খাওনের লাইগা হের নাম লিখ্সি... .। যাউক্গা .... কথা সেইটা নাহ , কথা হইলো যে নাগরিক ব্লগ এ রুবাইয়াত নামে এক ব্লগার কয়দিন আগে গেচীপ এর লুংগি খুইলা নাংগা কইরা দিসে ....। এর পরে পারলে শাহবাগের মোড়ে ট্রাফিক কন্ট্রোল এ দাড়া করায়া দেয় । কি আর কমু দুক্ষের কতা ।
তো এইখানেই আমার কথা আইসা পরে। আমি যখন দেশে পরা লেকা করচি , তখন যেই কোনো এসাইনমেন্ট জমা দেয়ার দরকার হইলে নেট ঘাইটা, উইকিপিডিয়া থেইকা খালি কন্ট্রোল সি + কন্ট্রোল ডি চাইপা কাম সাইরা ফালাইসি। কিন্তু মাগার বিদেশ আইয়া দেহি এই কাম করলে পুরাই ধরা। আমাগোরে আগেই স্টুডেন্ট অফিস থেইকা কয়া দিসে যে কোনো রিপোর্ট কিংবা এসাইনমেন্ট কোন ভাবেই কোথাও থেকে কপি পেস্ট করা যাইবো নাহ ...। পুরাডাই নিজেরে লিখতে হইবো ..... তো কি আর করা ভাব্লাম হালারা ফাপর নিসে ২০ / ৩০ পৃস্ঠার লেখা কেমনে ধরবো...। ত পয়লা এসাইনমেন্ট আসিলো আমার এক বন্ধুর.. তো যথা রীতি সে এক্টা রিভিউ পেপার থেইকা জাস্ট দুইডা লাইন কপি মারসিলো । পরের দিন ই তারে ইমেইল কইরা কয় তারে প্রথম বার দেইখা মাফ করা হইলো , এসাইনমেন্ট জানি আবার জমা দেয়। আমরা ত হালায় পুরাই বেকুব হয়া গেলাম কাহিনি কি , কিসুই বুঝি নাহ ।
পরে আমার সুপারভাইজার কে জিজ্ঞেস করাতে বললো , plagiarism অর্থাৎ নকল করা ধরার জন্য ইউনিভার্সিটি গুলা খুব হাইটেক সফ্টওয়ার ইউজ করে । তাই মনে হলো এই রকম কোনো সফ্টওয়ার হয়তো বা রুবাইয়াত সাহেবের কষ্ট অনেক কমায়া দিসিলো গেচীপের চোট্টামি ধরতে ......। আমি ইন্টারনেটে একটা পেলাম । আপনারাও চেষ্টা করে দেখেন গেচীপের আর কোনো চুরি ধরতে পারেন নাকি । নকল ধরুন