বহুদিন পর হঠাত্ করে
তোমার কথা পড়ল মনে ।
জানি না তুমি আছ কেমন
আছ কোন নিরাজনে ?
বলব না ভালো থেকো
জানি তুমি থাকবেই
তাই তো ছেড়ে গিয়েছিলে ।
মনে কি পড়ে তোমার
সাঁকো পার হতে গিয়ে সেদিন
কাঁপা কাঁপা হাতে আমার হাত ধরেছিলে ?
জানি, হয়ত ভুলে গেছ
বৃষ্টিভেজা সেই সন্ধ্যা রাতের কথাও ।
সিটি কর্পোরেশনের অবহেলায় নষ্ট
ল্যাম্পপোস্ট টার নিচে আলো-আঁধারীর মাঝে
তোমার উষ্ণ অধর ছুঁয়ে দিয়েছিলাম আমার ঠৌঁটে ।
কিংবা রিক্সায় পাশাপাশি বসে থাকা সেই তপ্তদুপুর ?
হাতে হাত রেখে বসেছিলাম আমরা,
লজ্জায় তাকাতে পারছিলাম না তোমার দিকে,
হঠাত্ করেই ঘটে গেল ব্যাপারটা !
এক মূহুর্তের জন্য আমি ডানে তাকিয়েছিলাম-
আর তুমি আলতো করে কানে কামড়
দিয়েছিল...
তোমার কি এসব মনে পড়ে ?
আমি তো প্রায়ই ভাবি ফেলে আসা সেসব দিনের কথা ।
হয়ত তুমিও ভাব,
হয়ত ভাব না...
কিন্তু জেনে রেখো প্রিয়ে-
এখনো আমার হৃদয়ের একটা সজীব অংশে
শুধু তোমার নামই ধ্বনিত হয় ।