এক বিশেষ সূত্রে এই লিস্টটি পেয়েছি। যে রমণী বাজারের লিস্টটা করেছিল তার কাছ থেকেই সংগ্রহ করা, লিস্টটির জন্য তাকে প্রথমে ধন্যবাদ জানাই। এতো সুন্দর, রোমান্টিকতার আবহে রাগ-অভিমান ভরা, গুচ্ছ ভালোবাসার লেখনীতে লিস্টটি অসাধারণ হয়েছে। মনে হচ্ছে এটি শুধু বাজারের লিস্ট নয়, বরং আবেগ ভালোবাসা মিশ্রিত চিঠি, অনুরাগ মিশ্রিত স্তবক।
বিয়ের পর রাগ, অভিমান, হাসি, গল্প, খুনসুটি থাকবে তবেই না সংসার হবে সুখের। তবে এটি দেখে ব্যাচেলর বিশেষকরে যারা অন্তহীন হৃদয়ের বার্তা নিয়ে পার্বতীর বিরহে দেবদাস ভাব নিয়ে ঘুরে বেড়ায় তারা আফসোস করবেন। অনেকের হয়তো হিংসা হচ্ছে, তবে ধৈর্য ধরুন। আপনারও হয়তো এমন দিন আসবে। তাই যেখানে সেখানে সস্তা প্রেম না বিকিয়ে, উড়নচণ্ডী না হয়ে ধৈর্য ধরুন। একটা গান আছে “বিয়ের পরে প্রেম ভালো গুণীজনে কয়, বিয়ের আগে প্রেম নিয়ে লুকোচুরি নয়।’’
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩২