এমন কোন অপরাধের কথা আপনি জানেন কি যা করলে শাস্তি হয় না, কিন্তু করার চেষ্টা করে ব্যর্থ হলে শাস্তি হয়?
কেউ কি বলতে পারবেন আইনে এমন কোন অপরাধ আছে যা করলে কোন শাস্তি নেই, কিন্তু অপরাধ করার চেষ্টা করে ব্যর্থ হলে শাস্তি ভোগ করতে হয়?
হ্যাঁ, আমাদের আইনে এমনি এক ধরনের অপরাধ আছে যে অপরাধ সংঘটন করলে বা অপরাধ করে ফেললে কোন শাস্তি নেই, অর্থ্যাৎ কোন শাস্তিভোগ করতে হবে না। কিন্তু সেই একই অপরাধ করতে গিয়ে যদি ব্যর্থ হয় তাহলে শাস্তি'র বিধান আছে এবং আইনুযায়ী সেই অপরাধ সংঘটনে চেষ্টার জন্য শাস্তিভোগ করতে হবে। একটু চিন্তা করুন এবং উত্তরটা দিন। পরে উত্তরটা আমি দিয়ে দিব।
(ছবিঃ ইন্টারনেট)
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৫০