অনেকের হয়তো ধারণা অপরাধীকে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া অন্য কেউ গ্রেফতার করতে পারে না। কিন্তু আপনি চাইলেও অপরাধীকে গ্রেফতার করতে পারবেন। ফৌজদারি কার্যবিধিতে পুলিশ ছাড়াও সাধারণ মানুষের হাতে অপরাধীকে গ্রেফতারের ক্ষমতা প্রদান করা হয়েছে। সুতরাং জেনে নিন কোন কারণে আপনি চাইলেই অপরাধীকে গ্রেফতার করতে পারবেন।
সাধারণ মানুষ দুটি কারণে অপরাধীকে গ্রেফতার করতে পারবে।
কারণ দুটি হলোঃ
১) যদি কোন ব্যক্তি জামিনের অযোগ্য কোন অপরাধ সাধারণ মানুষের সামনে করে।
২) যে ব্যক্তিকে গ্রেফতারের জন্য ঘোষণা দেওয়া হয়েছে।
এই ক্ষমতা ফৌজদারি কার্যবিধির ৫৯ ধারায় দেয়া হয়েছে।
#উদাহরণঃ
১) ক রাস্তার পাশে খ কে গুরুতর আঘাত করে পালাতে চাইলো, এমনতাবস্থায় প্রত্যক্ষদর্শী গ ক কে গ্রেফতার করতে পারবে।
২) একটি খুনের দায়ে পলাতক ক এর নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, ক কে পাওয়া গেলে যে কেউ তাকে গ্রেফতার করতে পারবে।
তবে এখানে শর্ত থাকে যে, গ্রেফতার করে বিলম্ব না করে পুলিশে খবর দিতে হবে অথবা থানায় নিয়ে যেতে হবে।
(ছবিঃ ইন্টারনেট)
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১:০৪