তখন ব্রিটিশরা বাংলা শাসন করতো। অফিসের বড় কর্তারা সবাই ছিল ব্রিটিশ, অন্যরা ছিল বাঙালী। একদিন সকালবেলা হাসমত (পিয়ন) ব্রিটিশ বড়কর্তার কাছে দৌড়ে এসে বললেন-
-Sir sir, Rohim boss eating Gush.
বড় কর্তাতো অবাক!
-Gush! What is Gush? Why is he eating Gush?
বড় কর্তা ঘুষ বিষয়টি বুঝতে পারলেন না।
বাঙালীদের ভাত থাকতে তারা কেন ঘুষ খাবে! এটা তার মাথায় আসছে না। ঘুষ খাবারটাই বা কেমন এটাও তার অজানা। তাই তিনি পিয়নকে নিয়ে ঘুষ দেখতে রহিম সাহেবের রুমে গেলেন। গিয়ে দেখেন একজন লোক রহিম সাহেবের সামনে দুই কাদি কলা নিয়ে বসে আছে আর রহিম সাহেব তার ফাইলে সাইন করছেন। সাইন শেষে তাকে কলার কাদি দিয়ে লোকটি চলে গেলেন। পিয়ন তখন বলল-
- এই যে Sir this is Gush. Rohim sir eating Gush!
-Wow! this is called GUSH? This Banana!
Good, বলে তিনি একটা কলা খেতে খেতে বলতে লাগলেন-
-Gush is good for health. Every body must eat GUsh!
এই বলে বড় কর্তা চলে গেলেন। ব্রিটিশদের এই সামান্য ভুলে সারাদেশে ছড়িয়ে পড়ে ঘুষ নেয়া।
কালের আর্বতে একসময় তা টাকায় পরিণত হয়।
(ছবিঃ ইন্টারনেট)
সৌজন্যেঃ আইনশিক্ষাকেন্দ্র।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:১৫