কোন মেয়েকে "মেয়ে" বলা হলে তার কাছে কি অপমানজনক মনে হওয়া উচিত?
ডিসক্লেইমার: সম্মানিত নারী ব্লগারদের কাছে দৃষ্টি আকর্ষণমূলক, এটা পুরাই বাস্তব ঘটনার আলোকে ফান পুস্টু - ইহাকে কোনো সিরিয়াস ইস্যু ভাবিয়া আমার নামে তেবরো প্রতিবাদ-বর্জন দাবি করার দরকার নাই
আমাদের ক্লাসের কাহিনী - ভার্সিটির ক্লাস শুরু হতেই একজন বিশিষ্ট ছাত্রীর (কে জানে তাকে ছাত্রী বলা হলে সেটাও অপমানজনক হবে কিনা ) বিবিধ বিষয়ে গুণাবলীর স্বরূপ উদঘাটিত হওয়া শুরু হল। যে কারণে সে ইতোমধ্যেই বন্ধুমহলের কাছে নেত্রী উপাধি পেয়েছে তার সর্বশেষ একটা নেত্রীসুলভ কাহিনী শুনে হাসতে হাসতে পড়ে গেলাম, সে কারণেই এই মহা-আজাইরা পুস্ট - একদিন ল্যাবে চলছে গ্রুপ প্র্যাকটিকাল। সেই নেত্রীর গ্রুপের এক বালকের ল্যাব-রিপোর্ট অন্য এক গ্রুপের এক মেয়ে দেখার জন্য নিয়ে যায়। সেটা আবার সেই বালক কে না জানিয়েই বালকের গ্রুপ-মেট-রা সেই ছাত্রীকে দিয়ে দিয়েছিল। তো যথারীতি আমার সেই ফ্রেন্ড একসময় তার রিপোর্ট কই, জানতে চাইলে অন্যরা বলে যে সেই ছাত্রিটিকে তারা রিপোর্টটা দিয়েছে। ফ্রেন্ডের মেজাজ বিলা ছিল কিনা কে জানে, সে হঠাৎ চেতে গিয়ে বলল, আমার রিপোর্ট ঐ মেয়েকে দিছস ক্যান (এখানে কোন ছাত্র হলে সে নিশ্চিতভাবেই বলতো, আমার রিপোর্ট ঐ পোলারে দিছস ক্যান)
এইতো পাইছে আমাদের "নেত্রী" একখান ইস্যু! তার তীব্র পরতিবাদ- মেয়েদের কে মেয়ে বলো কেন? ক্লাস মেইট বলতে পার না? অন্য সময় হলে কি হত কে জানে, সেই বালকের মেজাজও মনে হয় ছিল চরম, সে বলে বসল মেয়ে তো মেয়েই, আবার ক্লাসমেট কিসের? শুরু হল লঙ্কাকান্ড।
আমার কোয়েশ্চেন ভাই সিম্পল, সেই নেত্রীর কাছে কি "মেয়ে" পরিচয় টা অপমান জনক মনে হয়? তার কথা হল, মেয়েদেরকে মেয়ে না বলে ক্লাসমেট বলতে হবে আরে বেকুব, তাইলে বিয়ের সময় কি বর-কনে না বলে "যাহারা বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে যাইতেছে সেই সব মানব যুগল" বলে কার্ড ছাপানো হবে?
এই হল কাহিনী। তো যাই হোক, নেত্রী এর আগেও তার নেত্রীসুলভ আচরণ দেখিয়ে এসেছে আগের এক সেমিস্টারেও। সেটা অবশ্য মজার। আমাদের তখন ইংলিশ ল্যাব হত। তো সেই ল্যাবের পরিচিতমূলক ক্লাসে ম্যাডাম সবাইকে বলেছে নিজের সম্পর্কে ইংলিশে ২-১ মিনিট ইন্ট্রো দিতে। সবাইকেই দিতে হবে। তো একসময় আমার আরেক পাগলা ফ্রেন্ডের পালা আসল, সে দাড়িয়ে লেকচার শুরু করেদিল, যার সম্বোধন অংশটা ছিল এইরকম - Hello my dear friends, & sweet girls সে হয়তো আসলে মজা করেই বলেছিল, কারণ সেটা ছিল ইংলিশ ল্যাবের প্রথম দিন, আর সবাই বেশ ফানি মুডেই ছিল। তার সম্বোধনটা আসলেই হয়তো ঠিক ছিল না, তবে ব্যাপারটাকে ফান হিসেবে নিলেই হত। আমাদের নেত্রীরা কি আর ফান বুঝে! ক্লাসের বাকিটা সময় এই ঢিল-পাটকেল ছোড়াছুড়ি নিয়েই কেটে গেল। পরে আবার আমাদের ফোরামে এই পাগলা বন্ধু ডিসক্রিট ম্যাথ দিয়ে প্রমাণ করে যে ক্লাসের মেয়েরা যাদের sweet girls বলায় আপত্তি, তারা যদি girl হয়ে থাকে তাহলে sweet না, আর যদি কোন কারণে sweet হয়ে থাকে তাহলে girl-ই না!
কাহিনী যতই মজার হোক, পরিস্থিতি কিন্তু সুবিধার না। নেত্রীবৃন্দের নজরে পরে যাই কিনা, সেই টেনশন কিন্তু থেকেই গেল!
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৪৯